হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। ইতিমধ্যে কন্যাসন্তানের বাবাও হয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে আবার কলম্বোয় যাওয়ার কথা ছিল তাঁর। তবে আজ বিসিবি জানিয়েছে, ভারতের বিপক্ষে শেষ ম্যাচে খেলবেন না মুশফিক। ছুটি বাড়ানোয় কলম্বোয় যাচ্ছেন না তিনি।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আগামী শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি খেলবেন না মুশফিক। কারণ বোর্ড তাঁকে নবজাতক সন্তান ও পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো অসুস্থ। এই সময়ে মুশফিককে স্ত্রীর পাশে এবং তাদের সন্তানদের সঙ্গে থাকতে হবে। আমরা তার পরিস্থিতি বুঝতে পেরেছি এবং তাকে (ভারত) ম্যাচটি না খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল সুপার ফোরে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার বড় ব্যবধানের হারে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কোনো সূত্রই আর রইল না বাংলাদেশের। ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ হবে স্রেফ নিয়ম রক্ষার। গুরুত্ব কমে যাওয়া ম্যাচে মুশফিকের যাওয়াটা হয়তো নিতান্তই ভ্রমণক্লান্তির হতো।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড