হোম > খেলা > ক্রিকেট

আইসিসি বর্ষসেরা দলে উগান্ডার খেলোয়াড় আছে, নেই বাংলাদেশের কেউ 

টি-টোয়েন্টিতে সফল এক বছর কাটিয়েছে বাংলাদেশ। গত বছর ১৪টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচ, ফল হয়নি একটিতে। তবে দারুণ এক বছর কাটানোর পরও আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কারও। জায়গা পেয়েছেন উগান্ডার আলপেশ রামজানি। আফ্রিকান দেশটিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার পথে বড় অবদান এই অলরাউন্ডারের।

আজ নারী ও পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করে আইসিসি। পুরুষ দলে আছেন সর্বোচ্চ ৪ ভারতীয়—সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, রবি বিষ্ণুই ও আর্শদীপ সিং। জিম্বাবুয়ের আছেন দুজন—সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা। জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও আয়াল্যান্ডের মার্ক অ্যাডায়ার।

এই একাদশের অধিনায়কত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে ভারত। গত বছর টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৭৩৩ রান তাঁর। ২০ ইনিংসে ৪৪৯ রান নিয়ে এ তালিকার ১৯ তম স্থানে রামজানি। গত বছর উইকেটশিকারিদের মধ্যে শীর্ষস্থানে উগান্ডার এই ক্রিকেটার। ৩০ ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট। 

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান, মার্ক চাপম্যান, সিকান্দার রাজা, আলপেশ রামজানি, মার্ক অ্যাডায়ার, রবি বিষ্ণুই, রিচার্ড এনগারাভা, আর্শদীপ সিং।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট