হোম > খেলা > ক্রিকেট

নিজের জন্মদিনে মেয়ের নাম জানালেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

কন্যা সন্তানের নাম জানালেন লোকেশ রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেঠি। ছবি: ফেসবুক

৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল

রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেঠি একসঙ্গেই নিজেদের কন্যা সন্তানের নাম প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। যৌথভাবে ইনস্টাগ্রামে তাঁরা (রাহুল-আথিয়া) নিজেদের মেয়েদের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, রাহুল তাঁর ছোট্ট ইভারাকে বুকে জড়িয়ে ধরে আছেন আর আথিয়া মুগ্ধভাবে তাকিয়ে আছেন তাঁদের কন্যার দিকে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘আমাদের কন্যা, আমাদের সবকিছু। ইভারা যার অর্থ ঈশ্বরের উপহার।’ সংস্কৃত ভাষা থেকে আসা ‘ইভারা’ শব্দতে ঈশ্বরের উপহার বা আশীর্বাদ বোঝায়। এটি এমন এক ধরনের নাম, যা প্রাচীন কাব্যে বা সাহিত্যে পাওয়া যায়।

আথিয়া ও রাহুল ২০২৩ সালের ২৩ জানুয়ারিতে বিয়ে করেছেন। এরপর এ বছরের ২৪ মার্চ তাদের কন্যা সন্তান পৃথিবীর আলো দেখে। তাঁরা প্রথমে এই খুশির খবরটি শেয়ার করেন নজরকাড়া এক ছবি দিয়ে। যখন রাহুল দম্পতি তাঁদের মেয়েদের নাম প্রকাশ করেছেন, তখন ভক্তদের আনন্দও যেন কয়েক দ্বিগুণ হয়ে গেছে। এটি শুধু তাদের পরিবারেই নয়, ভক্তদের মাঝেও যেন আনন্দের মুহূর্ত তৈরি করেছে। ইভারার বয়স মাত্র ২৫ দিন।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে তাদের পয়েন্ট ১০। আর ৫ ম্যাচে ৫৯.৫০ গড়ে ২৩৮ রান করেছেন রাহুল। তাঁর স্ট্রাইকরেট ১৫৪.৫৪। দুটি ফিফটি করেন। আইপিএলের আগে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়েও অসাধারণ অবদান রেখেছেন তিনি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে