হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার জিতলেন আইসিসির পুরস্কারটি 

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন নাহিদা আক্তার। ২০২৩ এর নভেম্বরের মাসসেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরস্কার জিতেছেন নাহিদা। 

নভেম্বরে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। সেই ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে নাহিদা হয়েছিলেন সিরিজসেরা। সেই সিরিজে ৩.৪৩ ইকোনমিতে বোলিং করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। শেষ ওয়ানডেতে ১০ ওভারে ৩ মেডেন দিয়ে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তাতে নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও হয়ে যান তিনি। মাসসেরার পুরস্কার জয়ী নাহিদা বলেন, ‘এই মুহূর্ত মনে রাখার মতো। এমন বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে স্বীকৃতি পাওয়া সত্যিই দারুণ কিছু। আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার আমার জন্য অনেক অনুপ্রেরণার উৎস।’ 

নাহিদার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বদেশি ফারজানা হক পিংকি ও পাকিস্তানের সাদিয়া ইকবাল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন পিংকি। শেষ ওয়ানডেতে করেছেন ১১৩ বলে ৬২ রান। তাতে বাংলাদেশ ৭ উইকেটে জিতে ওয়ানডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। নভেম্বরে তিন ওয়ানডে খেলে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। যা নভেম্বর মাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। নাহিদার পর নভেম্বরে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন সাদিয়া। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ওভারে ১৩ রান খরচ করে নেন ৪ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন