হোম > খেলা > ক্রিকেট

সাকিব নয়, নিজের মতো করেই খেলতে চান মিরাজ

ক্রীড়া ডেস্ক    

বিরল কীর্তির খবরটা আম্পায়ারের থেকে পেয়েছিলেন মিরাজ। ছবি: বিসিবি

চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। অষ্টম ও নবম উইকেটে তাইজুল ইসলাম-তানজিম হাসান সাকিবের সঙ্গে কার্যকর দুটি জুটি গড়ে তুলে নিয়েছেন দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি।

প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ের জন্য চতুর্থ ইনিংসে ২১৭ রান করে আবার বাংলাদেশকে লিড দেওয়া কঠিনই হতো। মিরাজ-তাইজুলের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে সেটি অসম্ভবই থাকল। ব্যাট হাতে সেঞ্চুরির পর মিরাজ বোলিংয়ে ভেলকি দেখিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে একই দিনে ৫ উইকেট ও সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার এ অলরাউন্ডারই। তাঁর আগে কাজটি করেছিলেন শুধু সাবেক ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম।

দ্বিতীয় টেস্টের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১৬ ও বল হাতে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা পুরস্কারও হাতে তুলেছেন মিরাজ। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ম্যাচশেষে তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পরবর্তী সাকিব কি তাহলে মিরাজ—এ প্রসঙ্গও আসে।

মিরাজ অবশ্য সাকিবের সঙ্গে নিজের তুলনা চান না। স্পষ্ট বললেন নিজের মতো করেই খেলতে চান তিনি, ‘একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের ভূমিকা পালন পালন করেছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংটা উন্নত করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নত করার। আমাদের দলের অনেক সাহায্য হয়েছে। আমি অবশ্যই সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। আমি নিজের মতো করেই খেলতে চাই।’

মিরাজ মনে করেন তাঁর নামের পাশে আরও কয়েকটি সেঞ্চুরি থাকতে পারত। এ অলরাউন্ডার বলেন, ‘অনেক সুযোগ ছিল শুরুতে। সেগুলো নষ্ট হয়ে গেছে। না হলে ৪-৫টা থাকতে হয়তো।’

নিজের অলরাউন্ডার পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘যখন সাকিব ভাই ছিল ভিন্ন ভূমিকা ছিল। এখন ভিন্ন ভূমিকা। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। আমার মনে হয়, এই দায়িত্ব আমার নেওয়া উচিত, পারফর্ম করা উচিত। অনেক সময় হবে অনেক সময় হবে না। তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত