হোম > খেলা > ক্রিকেট

সতীর্থের বিয়েতে ধুতি-পাঞ্জাবি পরে নাচলেন ধোনি

আইপিএলের মধ্যেই বাগ্‌দত্তা কিম ওয়াটসনের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ডেভন কনওয়ে। মুম্বাইয়ের একটি হোটেলে এই কিউই তারকার বিয়ের আয়োজন হয়। বিয়েতে দক্ষিণী সাজে সেজেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। বর কনওয়েকেও ধুতি পাঞ্জাবিতে দেখে গেছে। 

সতীর্থের বিয়েতে মজে ছিলেন মহেন্দ্র সিং ধোনিও। বিয়েতে নাচতে দেখা গেছে ধোনিসহ চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের। তবে হলুদ পাঞ্জাবি ও সাদা ধুতিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সাবেক চেন্নাই অধিনায়ক। বিয়ের মূল আয়োজন শেষে  নাচ-গানে মেতে ওঠেন ক্রিকেটাররা। সেখানে নাচতে দেখা যায় ধোনিকেও। তাঁর সঙ্গে চেন্নাইয়ের বাকি ক্রিকেটার যেমন, ডোয়াইন ব্র্যাভো, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজাদেরও নাচতে দেখা যায়।

আইপিএলের মেগা নিলাম থেকে এক কোটি রূপিতে চেন্নাই কনওয়েকে দলে ভিড়িয়েছিল । এখন পর্যন্ত তিনি হলুদ জার্সিতে একটি ম্যাচই খেলেছেন। উদ্বোধনী ম্যাচে কেকেআরের বিপক্ষে কনওয়ে করেছিলেন ৩ রান। এরপর আর চেন্নাইয়ের  একাদশে দেখা যায়নি তাঁকে।

টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ভালো না হলেও ক্রিকেটাররা যে ফুরফুরে মেজাজেই আছে বোঝা গেল কনওয়ের বিয়েতে৷ এখন পর্যন্ত ৭ ম্যাচের দুটিতে জিতেছে চেন্নাই। এই অবস্থা থেকে কোয়ালিফাই করতে হলে বাকিগুলো জয়ের বিকল্প নেই। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকে।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি