হোম > খেলা > ক্রিকেট

ইতিহাস গড়া বাংলাদেশের মেয়েদেরকে তাসকিনের অভিনন্দন 

সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অক্টোবর-নভেম্বরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই জিতেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। এবার বাংলাদেশের মেয়েরা দক্ষিণ আফ্রিকা সফরই শুরু করেছে ঐতিহাসিক জয় দিয়ে। 

২০১২ সালে মিরপুরে টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়া প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের নারীদের জয় এরপর হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ।’ ১১ বছরে টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়া ১০ ম্যাচের প্রতিটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। বেনোনিতে গতকাল ১৪৯ রান করার পরও বাংলাদেশের ম্যাচ হারার শঙ্কা তৈরি হয়েছিল। শেষের দিকে স্বর্ণা আক্তারের ঘূর্ণি জাদুতে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ পেয়েছে ১৩ রানের জয়। ১১ বছর পর পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল বহুল প্রতীক্ষিত এক জয়। টি-টোয়েন্টিতে এটা তাদের (বাংলাদেশ নারী ক্রিকেট দল) দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম জয়। বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানিয়ে তাসকিন আহমেদ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অভিনন্দন।’ 

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় টি-টোয়েন্টিতে কিম্বার্লিতে শুক্রবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরপর ১৬,২০ ও ২৩ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে