হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে দিশেহারা বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিরপুর-ভেন্যু বদলানোর সঙ্গে বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট দলের সিরিজের সংস্করণ বদলেছে। টি-টোয়েন্টির পর মিরপুরে আজ শুরু হলো দুই দলের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ে বেশ চাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি বেশ  সাবধানী শুরু করেছিল। রান কম করলেও উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন তারা। তবে উদ্বোধনী জুটিটি ছিল ১৪ রানের। অষ্টম ওভারের তৃতীয় বলে শামীমাকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ১৭ বলে ৬ রান করেন শামীমা। পরের বলেই সাদিয়ার বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরেছেন সোবহানা মোস্তারি।  এরপর বাংলাদেশের আরেক ওপেনার পিংকিকে ফেরান ফেরান সাদিয়া। আর ১৪তম ওভারের তৃতীয় বলে স্বর্ণা আক্তারের উইকেট সাদিয়া নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৩.৩ ওভারে ৪ উইকেটে ২৫ রান।   

সাদিয়ার ঘূর্ণিতে কাবু বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পঞ্চম উইকেট জুটিতে। পঞ্চম উইকেটে ৪৩ বলে ২২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন ফাহিমা খাতুন ও বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ২১তম ওভারের চতুর্থ বলে জ্যোতিকে বোল্ড করে জুটি ভাঙেন নিদা দার। বাংলাদেশের ইনিংসের এখন পর্যন্ত এই জুটিই সর্বোচ্চ। এই জুটি ভাঙলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২০.৪ ওভারে ৫ উইকেটে ৪৭ রান। এরপর আবারও ধস নেমেছে স্বাগতিকদের ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের এখন ১০০ এর আগে অলআউট হওয়ার শঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯.২ ওভারে ৯ উইকেটে ৭০ রান করেছে বাংলাদেশ।

 

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও