ঢাকা: মিরপুরে কাল আবাহনীর একাদশে না থেকেও বেশি করেই যেন ছিলেন তিনি! ছিলেন তিনি সতীর্থদের উজাড় করে দেওয়া পারফরম্যান্সের মাঝে। ছিলেন তিনি আবাহনীর শিরোপা উৎসবের ভিড়ে! তিনি মুশফিকুর রহিম।
দেশে তো বটেই, এখন বিশ্বের অন্যতম সেরা মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে বিবেচিত মুশফিক। কদিন আগে আইসিসির মাসসেরা হওয়াটা তাঁর ব্যাটিং ধারাবাহিকতারই পুরস্কার। এর বাইরে নানা অর্জনেও মুশফিকের ক্যাবিনেটটা কম সমৃদ্ধ নয়। সেই মুশফিক কিনা একটা জায়গায় মলিন ছিলেন। ঘরোয়া ক্রিকেটে কখনো জিততে পারেননি শিরোপা। গত আটটি ঘরোয়া টি–টোয়েন্টি দলে আট দলের হয়ে খেলেও ছুঁতে পারেননি শিরোপা। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হলে মুশফিকের সেই আক্ষেপটা ফুরিয়েছে। ডিপিএল তো বটেই, ঘরোয়া ক্রিকেটে এটা তাঁর প্রথম শিরোপা।
অবশ্য এখানেও ভাগ্য মুশফিকের সঙ্গে খেলেছে। আবাহনী চ্যাম্পিয়ন হলেও তাঁর মাঠে থাকা হয়নি। হাতের আঙুলের চোটে পড়ে তাঁর ডিপিএল শেষ হয়েছে আগেই। শিরোপা ছুঁতে না পারায় অবশ্য মন খারাপ হওয়ার কথা নয় মুশফিকের। তাঁর দেখিয়ে দেওয়া রাস্তায় হেঁটেই তো আবাহনী দেখা পেয়েছে ২১তম ডিপিএল শিরোপা।
সতীর্থরা কথা রেখেছেন। মুশফিক যে কতটা খুশি তা বোঝা গেল তাঁর ফেসবুক পোস্টে। ফাইনাল ম্যাচ শেষে তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেকের সঙ্গে একটি ছবি দিয়ে মুশফিক ফেসবুকে লিখেছেন, ‘আবাহনী লিমিটেডের টানা তৃতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা। আর আমার প্রথমবারের মতো শিরোপা জয়।’
ছবিটার নিচে মন্তব্য করে সাইফউদ্দিন আবার মনে করিয়ে দিয়েছেন, ‘এই ম্যাচে আপনাকে খুব মিস করেছি।’ মুশফিকও কি তাঁর দলকে মিস করেননি?