হোম > খেলা > ক্রিকেট

ফুচকা বিক্রেতা থেকে আইপিএল তারকা জয়সওয়াল

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাত ছিল এমনিতেই স্মরণীয়। আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্দান্ত এক সেঞ্চুরি করে রাতটা আরও স্মরণীয় করে রাখলেন যশস্বী জয়সওয়াল। তাতে পেয়ে গেছেন ‘সুপারস্টারের’ তকমা। অথচ এই জয়সওয়ালের কাছে একসময় ক্রিকেট খেলা ছিল যেন ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো।’ 

জীবিকার তাগিদে একসময় ফুচকা বিক্রি করেছেন জয়সওয়াল। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে এক তাঁবুতে বাবার সঙ্গে মিলে ফুচকা বিক্রি করতেন। অভাব-অনটনের সংসার সত্ত্বেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন এই বাঁহাতি ব্যাটার। যে ওয়াংখেড়ের কাছাকাছি তিনি ফুচকা বিক্রি করতেন, সেই স্টেডিয়ামেই করলেন মনে রাখার মতো এক সেঞ্চুরি। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ৬২ বলে ১৬ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৪ রান। আইপিএলে অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর সামাজিক মাধ্যম সয়লাব জয়সওয়ালকে নিয়ে। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি, বীরেন্দর শেবাগ, টম মুডিরা প্রশংসায় ভাসাচ্ছেন এই বাঁহাতি ব্যাটারকে। অনেকেই এমন সেঞ্চুরির পর তাঁর (জয়সওয়াল) সেই ফুচকা বিক্রির ছবি পোস্ট করেছেন। জীবনে প্রচুর বাধা-বিপত্তি সত্ত্বেও যে এই বাঁহাতি ব্যাটার হাল ছাড়েননি, তার প্রশংসা করেছেন নেটিজেনরা। 

রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন জয়সওয়াল। ৪২৮ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রবিন উথাপ্পার চোখে তিনি ভবিষ্যৎ মহাতারকা, ‘সে (জয়সওয়াল) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকাদের একজন। সে তার ইনটেন্ট দেখিয়েছে। এই মৌসুমে সে কঠোর পরিশ্রম করছে এবং তার সুফল সে পাচ্ছে। ১৬ চার এবং দেখার মতো কিছু ছক্কা সে মেরেছে।’ 

আইপিএলের হাজারতম ম্যাচে কীর্তির আগে আরও বেশ কিছু মনে রাখার মতো ইনিংস তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সেই বিশ্বকাপেই হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করেছেন বিজয় হাজারে ট্রফিতে। ইরানি কাপে অভিষেক ম্যাচেও করেছেন ডাবল সেঞ্চুরি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে