হোম > খেলা > ক্রিকেট

জয়ের জন্য অজিদের দরকার ১৫৬ রান, উইন্ডিজের ৮ উইকেট

তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য কিছু না ঘটলে সেটি করা অসম্ভব কিছু নয় তাদের জন্য। তবে দিনের শেষ দিকে দুই টপ-অর্ডারকে ফিরিয়ে লড়াইয়ের বার্তা দিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেন টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার দরকার আর ১৫৬ রান, ক্যারিবীয়দের ৮ উইকেট। এই টেস্ট হারলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে উইন্ডিজ। 

২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল অজিরা দিন পার করেছে ২ উইকেট হারিয়ে ৬০ রানে। আগামীকাল ক্যামেরুন গ্রিনকে (৯) নিয়ে চতুর্থদিন শুরু করবেন ওপেনার স্টিভেন স্মিথ (৩৩)। দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংস শুরু করে আরেক ওপেনার উসমান খাজা (১০) ও মারনাস লাবুশেনকে (৫) হারায় স্বাগতিকেরা। 

দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ১ উইকেট নিয়ে আজ দিন শুরু করে ক্যারিবীয়রা। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ হতেই অজিদের ব্রেকথ্রু এনে দেন গ্রিন। ভাঙে ৩ রানে দিন শুরু করা ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও কার্ক ম্যাকেঞ্জির জুটি। ব্রাথওয়েট ফেরেন ১৬ রানে। এরপর স্পিনার নাথান লায়ন ও পেসার জস হ্যাজলউডের বোলিংয়ের সামনে কেউ বড় জুটি গড়তে পারেননি। দুজনে নিয়েছেন সমান ৩টি করে উইকেট। 

ম্যাকেঞ্জির (৪১) পর মিডল অর্ডারে অ্যালিক আথানাজি (৩৫), কাভেম হজ (২৯) ও জাস্টিন গ্রিভস (৩৩) চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে থামে ১৯৩ রানে। এর আগে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩১১ রান। অস্ট্রেলিয়া গতকাল ৯ উইকেটে ২৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন