হোম > খেলা > ক্রিকেট

জয়ের জন্য অজিদের দরকার ১৫৬ রান, উইন্ডিজের ৮ উইকেট

তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য কিছু না ঘটলে সেটি করা অসম্ভব কিছু নয় তাদের জন্য। তবে দিনের শেষ দিকে দুই টপ-অর্ডারকে ফিরিয়ে লড়াইয়ের বার্তা দিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেন টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার দরকার আর ১৫৬ রান, ক্যারিবীয়দের ৮ উইকেট। এই টেস্ট হারলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে উইন্ডিজ। 

২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল অজিরা দিন পার করেছে ২ উইকেট হারিয়ে ৬০ রানে। আগামীকাল ক্যামেরুন গ্রিনকে (৯) নিয়ে চতুর্থদিন শুরু করবেন ওপেনার স্টিভেন স্মিথ (৩৩)। দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংস শুরু করে আরেক ওপেনার উসমান খাজা (১০) ও মারনাস লাবুশেনকে (৫) হারায় স্বাগতিকেরা। 

দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ১ উইকেট নিয়ে আজ দিন শুরু করে ক্যারিবীয়রা। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ হতেই অজিদের ব্রেকথ্রু এনে দেন গ্রিন। ভাঙে ৩ রানে দিন শুরু করা ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও কার্ক ম্যাকেঞ্জির জুটি। ব্রাথওয়েট ফেরেন ১৬ রানে। এরপর স্পিনার নাথান লায়ন ও পেসার জস হ্যাজলউডের বোলিংয়ের সামনে কেউ বড় জুটি গড়তে পারেননি। দুজনে নিয়েছেন সমান ৩টি করে উইকেট। 

ম্যাকেঞ্জির (৪১) পর মিডল অর্ডারে অ্যালিক আথানাজি (৩৫), কাভেম হজ (২৯) ও জাস্টিন গ্রিভস (৩৩) চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে থামে ১৯৩ রানে। এর আগে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩১১ রান। অস্ট্রেলিয়া গতকাল ৯ উইকেটে ২৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী