হোম > খেলা > ক্রিকেট

তামিম-লিটনের ধাক্কা সামলে মিরাজের ফিফটি

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বোলিংয়েই অর্ধেক কাজ সেরে রেখেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে আফগানিস্তান গুটিয়ে গেছে ১৫৬ রানে। অল্প রানের লক্ষ্য সামলাতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশের ওপেনিং জুটিতে আজ নেমেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে সাকিব আল হাসানের দল করে ১৫ রান। তবে উদ্বোধনী জুটি ভেঙে গেছে পঞ্চম ওভারেই। ফজলহক ফারুকির করা ওভারের প্রথম বলে পয়েন্টে ঠেলে দৌঁড় দেন লিটন। স্ট্রাইক প্রান্তে তামিম পৌঁছার আগেই ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেন নাজিবুল্লাহ জাদরান। ১৩ বলে ১ চারে ৫ রান করেন তামিম। 

তামিম আউট হওয়ার পর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজ আসার ঠিক দুই ওভার পরই আউট হয়েছেন লিটন। সপ্তম ওভারের তৃতীয় বলে ফারুকিকে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়েছেন লিটন। ১৮ বলে ২ চারে ১৩ রান করেছেন বাংলাদেশের ওপেনার। ৬.৪ ওভারে বাংলাদেশের স্কোর হয় ২ উইকেটে ২৭ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন মিরাজ। ফিফটি করেছেন মিরাজ। তৃতীয় উইকেটে এখন পর্যন্ত ১২১ বলে ৮৮ রানের জুটি গড়েন মিরাজ-শান্ত। মিরাজ ৭০ বলে ৫৭ রান করেছেন ও শান্ত ৩৮ রান করে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’