হোম > খেলা > ক্রিকেট

করুনারত্নে-মাদুশকার সেঞ্চুরিতে তৃতীয় দিন শ্রীলঙ্কার

রেকর্ড গড়ার ‘উৎসব’ যেন চলছে গল স্টেডিয়ামের শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টে। আইরিশদের পর এবার রেকর্ড গড়ছে শ্রীলঙ্কা। আইরিশদের ৫০০ ছুঁই ছুঁই রান টপকে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে লঙ্কানরা। ১৩৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। যেখানে স্বাগতিকেরা হারিয়েছে মাত্র ১ উইকেট।

বিনা উইকেটে ৮১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা আজও ধরে রেখেছেন ডিমুথ করুণারত্নে ও নিশান মধুষ্কা। ওপেনিংয়ে ২৯২ বলে ২২৮ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। যা টেস্টে লঙ্কানদের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সর্বোচ্চ দুই উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছেন মারভান আতাপাত্তু ও সনাথ জয়সুরিয়া। আতাপাত্তু-জয়সুরিয়া জুটি ওপেনিংয়ে ৩৩৫ ও ২৮১ রানের জুটি গড়েছিলেন পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে।

আয়ারল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক উদ্বোধনী জুটি গড়ার পথে সেঞ্চুরি করেছেন করুণারত্নে, মধুষ্কা দুই ওপেনারই। টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন করুণারত্নে। আর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মধুষ্কা। করুণারত্নে-মধুষ্কার মহাকাব্যিক জুটি ভেঙেছেন কার্টিস ক্যাম্ফার। ১৩৩ বলে ১১৫ রান করা শ্রীলঙ্কার অধিনায়ককে ফিরিয়েছেন ক্যাম্ফার। করুণারত্নের পর উইকেটে আসেন কুশল মেন্ডিস। টেস্টে সাদা বলের ক্রিকেট খেলা শুরু করেন মেন্ডিস।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা অবশ্য পুরো ৯০ ওভার হয়নি। ৫৮.৫ ওভার হয়েছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ৭৭ ওভারে ১ উইকেটে ৩৫৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। ২৩৪ বলে ১৪৯ রান করে অপরাজিত আছেন করুণারত্নে। আর ৯৬ বলে ৮৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন কুশল মেন্ডিস। লঙ্কানদের একমাত্র উইকেট নিয়েছেন কার্টিস ক্যাম্ফার।

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের