হোম > খেলা > ক্রিকেট

সাকিব কোন দলে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনায় প্রায় দেড় বছর স্থগিত থাকার পর ৩১ মে নতুন করে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। প্রিমিয়ার লিগ এবার ৫০ ওভারের সংস্করণে নয়, হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গতবার ক্রিকেটাররা যে যে দলে ছিলেন, এবারও তাঁরা একই দলেই খেলবেন। আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান গতবার কোনো দলেই ছিলেন না। এবার তিনি কোন দলে খেলবেন?

বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্যসচিব আলী হোসেন বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, সাকিব চাইলে ডিপিএলে যেকোনো দলে খেলতে পারবেন। যেকোনো ক্লাব চাইলেই তাঁকে দলে নিতে পারবে। আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে দলে নেওয়ার প্রক্রিয়াটা আমরা জটিল করব না। কোনো ক্লাব চাইলে আবেদন করে সাকিবকে দলে নিতে পারবে। একাধিক ক্লাব আবেদন করলে সাকিব নিজেই তাঁর দল বেছে নেবে। আর কোনো ক্লাব আবেদন না করলে সাকিব তাঁর পছন্দমতো দল বেছে নিতে পারবে। এতে কোনো বাধা থাকবে না।’

বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ডিপিএল আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জৈব সুরক্ষাবলয় তৈরি করে টুর্নামেন্ট সফলভাবে শেষ করা। আর জৈব সুরক্ষাবলয় তৈরির সব দায়িত্ব ক্লাব নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) নিচ্ছে।

বিসিবি করোনা মহামারিতে জৈব সুরক্ষাবলয় তৈরি করে গত বছর সফলভাবে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। জানুয়ারি–ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও করেছে। এবার যেহেতু দল সংখ্যা বাড়ছে, সিসিডিএম তাই জৈব সুরক্ষাবলয়ের ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবে। আলী হোসেন বলেছেন, ‘জৈব সুরক্ষাবলয় বিসিবি তৈরি করবে। কীভাবে করা হবে, সেটা আমরা শিগগির জানিয়ে দেব। রোববার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সভা করে আমরা সব ঠিক করে ফেলবে।’

ডিপিএলের ব্যাপারে সিদ্ধান্ত হলেও ঝুলে আছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ভাগ্য। গত মাসে করোনায় দুটি রাউন্ডের পর স্থগিত করা হয়েছে এনসিএল। জানা গেছে, ডিপিএল শেষ হওয়ার পরই এনসিএল শুরু হবে। বিসিবির টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেছেন, ‘এনসিএল এখন মাঠে গড়াবে না। ডিপিএল শেষ হওয়ার পর এনসিএল শুরু হবে। কবে শুরু হবে সেটা বলা যাচ্ছে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই টি-টোয়েন্টি সংস্করণে ডিপিএল আগে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় জাতীয় দলের ক্রিকেটাররা ডিপিএলে যেন অংশ নিতে পারেন, এটি আরেকটি কারণ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর আর হচ্ছে না বলে বিসিবি আগেই জানিয়েছিল।

মহামারিতে ঘরোয়া ক্রিকেট সফলভাবে আয়োজন আসলেই কঠিন। সর্বশেষ আইপিএলই বড় উদাহরণ। বিসিসিআইয়ের মতো শক্তিশালী বোর্ড পারেনি সফলভাবে টুর্নামেন্ট শেষ করতে। গত মাসে বিসিবিও বাধ্য হয়েছে জাতীয় লিগ স্থগিত করতে। তবু হাত–পা গুটিয়ে বসে থাকার উপায় নেই। অন্য ক্রিকেট বোর্ডের মতো বিসিবিও চেষ্টা করছে কঠিন সময়ে ক্রিকেটকে মাঠে রাখার চ্যালেঞ্জটা উতরে যেতে।

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ

এক ঘণ্টা আগে শুরু হবে বিপিএলের ফাইনাল

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে