হোম > খেলা > ক্রিকেট

ব্রডকে ‘সমকামী’ বলা সেই টুইট মুছে ফেললেন অ্যান্ডারসন

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন অলিভার রবিনসন। লর্ডসে অভিষিক্ত সেই রবিনসনই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। রবিনসনের ঘটনায় নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তালিকায় নাম এসেছে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের! ১১ বছর আগে তাঁর একটি টুইট নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

স্টুয়ার্ট ব্রড আর অ্যান্ডারসন অনেক দিন ধরেই ইংলিশদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। দুজনের বন্ধুত্বও দুর্দান্ত। সময় পেলেই টুইটারে খুনসুটি করতে দেখা যায় ইংলিশদের ইতিহাসসেরা এই পেস জুটিকে। ব্রডকে করা অ্যান্ডারসনের একটি টুইট এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০ ফেব্রুয়ারি, ২০১০, অ্যান্ডারসন সেই টুইটে লেখেন, ‘নতুনভাবে চুল কাটার পর ব্রডিকে (ব্রড) প্রথমবার দেখলাম। ঠিক জানি না, তবে আমার মনে হল ওকে ১৫ বছরের সমকামীদের মতো দেখাচ্ছে।’ জানা গেছে, এই টুইট রবিনসন বিতর্কের পর মুছে ফেলেছেন অ্যান্ডারসন।

রবিনসনের নিষেধাজ্ঞার পর ইংলিশ ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয়তা খতিয়ে দেখা হচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরও এক ক্রিকেটারের ‘বর্ণবাদী’ টুইটের খোঁজ পেয়েছে ইসিবি। বর্তমান দলের সঙ্গেই আছেন সেই ক্রিকেটার। তবে এখনো তাঁর নাম জানা যায়নি। এর মধ্যে অ্যান্ডারসনের এই টুইট অবাক করেছে সবাইকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয় থাকা নিয়ে কথা বলেছেন আন্ডারসনও। ইংলিশ পেসার বলেছেন, ‘১০-১১ বছর আগের ঘটনা। আমি এখন সম্পূর্ণ অন্য একটা মানুষ। আমার মনে হয় এটাই বাস্তবতা; আপনি ভুল করবেন, আর ভুল থেকেই শিক্ষা নেবেন।’

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগানো উচিত মনে করেন ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন, ‘আগের পুরোনো টুইটগুলো আমাদের আবার দেখা উচিত। ভুলগুলো চিহ্নিত করে নিজেদের শোধরানোই সবচেয়ে ভালো ব্যাপার হতে পারে।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড