গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ। দুই বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি একাদশে ফিরলেন মেহেদী হাসান মিরাজও।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব ও ব্যাটিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডির। গত আইপিএলে ১৫৫.৮ কিমির গতির ঝড় তোলে সবাইকে চমকে দেন মায়াঙ্ক। এটিই টুর্নামেন্টের ইতিহাসের দ্রুত গতির বল। তাঁকে আজ অভিষেক ক্যাপ পরিয়ে দেন মুরালি কার্তিক ও নিতিশকে ক্যাপ তোলে দেন পার্থিব প্যাটেল।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, নিতীশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।