প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। বাকি তিন ম্যাচের যেকোনো একটিতে জিততে পারলেই এই অপেক্ষাটা শেষ হবে। সুযোগটা নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না মাহমুদউল্লাহ রিয়াদরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলছেন, টানা দুই জয়ের পর সিরিজ জিততে না পারার কোনো কারণ দেখেন না তিনি।
দুই ম্যাচেই দারুণ দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। মিরপুরের উইকেটে মোস্তাফিজ-সাকিব-নাসুমদের খেলতে ভালোই বেগ পেতে হচ্ছে অস্ট্রেলিয়ানদের ব্যাটসম্যানদের। দুই ম্যাচেই টপ-অর্ডার জ্বলে উঠতে না পারলেও প্রয়োজনের মুহূর্তে কেউ–না কেউ হাল ধরেছেন দলের। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের দারুণ সুযোগ দেখছেন বিসিবি সভাপতি পাপন। তিনি আজ দুপুরে শেখ কামাল মিলনায়তনে জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বলেছেন, ‘আমরা যেভাবে খেলে আসছি, এভাবে সর্বোচ্চটা দিয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারলে অবশ্যই আমি মনে করি সিরিজ না জেতার আর কোনো কারণ নেই।’
তবে টানা দুই জয়ের পর এখনই স্বস্তি দেখছেন না পাপন। বাকি ম্যাচগুলোতেও মাহমুদউল্লাহদের সতর্ক থাকার কথা বলেছেন, ‘একবারও যদি আমাদের মনে হয়, দুটো ম্যাচ তো জিতেছি বাকিগুলোও জিতব। এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
কোনো সংস্করণেই এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতেনি বাংলাদেশ। ২০০৫ সালে ওয়ানডেতে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের পর অজিদের বিপক্ষে আরেকটি জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল ১২ বছর। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর পর দুই ম্যাচের সিরিজটা জেতার সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেননি সাকিব-তামিমরা। সিরিজটা ১–১ ড্র হয়েছিল। এবার সংস্করণ ভিন্ন। সেই ভিন্ন সংস্করণেই সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মাহমুদউল্লাহদের সামনে।