হোম > খেলা > ক্রিকেট

সোহান ঝড়ে ওমান এ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মরুর বুকে ঝড় তুলেছেন নুরুল হাসান সোহান–শামীম পাটোয়ারীরা। পঞ্চম উইকেট জুটিতে তাঁদের বিস্ফোরক ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস ও মোহাম্মদ নাঈম। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০২ রান। ৫৩ রান করা লিটন আউট হলে ভাঙে এ জুটি।

লিটনের আউটের পর দ্রুত ফিরে যান সৌম্য সরকার (৮)। ব্যাট হাতে এদিন নিষ্প্রভ মুশফিকুর রহিমও (০)। ফিরে গেছেন প্রথম বলেই। 

সৌম্য-মুশফিকের ব্যর্থতার রাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। ২ বলে ৬ রান করা আফিফ আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০০ পেরোনো দল আর ২২ রান তুলতেই হারায় ৪ উইকেট। 

তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার নাঈম। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে ১৭ তম ওভারে বিশ্রামে যান তিনি। 

এর আগে ১৫ তম ওভারে ১২৪ রানে আফিফ আউট হলে বাংলাদেশের সম্ভাব্য স্কোর মনে হচ্ছিল ১৬০-১৭০। তবে শেষ দিকে সব হিসেব-নিকেশ পাল্টে দেন সোহান। তাঁকে দারুণ সঙ্গ দেন শামীম। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। 

লক্ষ্য তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ রানে ২ উইকেট হারিয়েছে ওমান। একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’