হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বেও স্মিথ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল অস্ট্রেলিয়া ঘোষণা করেছিল গত মাসেই। প্যাট কামিন্সকে করা হয়েছিল অধিনায়ক। তবে মা মারা যাওয়ায় ভারতে ফেরা হচ্ছে না কামিন্সের। কামিন্সের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

দিল্লিতে দ্বিতীয় টেস্ট শেষেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন কামিন্স। কামিন্স না খেলায় ভারতের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। স্মিথের নেতৃত্বে ইন্দোরে ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর আহমেদাবাদ টেস্ট ড্র হয়েছে।

স্মিথের নেতৃত্বাধীন ওয়ানডে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের মতো অলরাউন্ডাররা, যেখানে গত বছরের নভেম্বরে বন্ধুর জন্মদিনের পার্টিতে পা ভেঙেছিলেন ম্যাক্সওয়েল। ঝাই রিচার্ডসন ওয়ানডে দলে ফিরেছিলেন ঠিকই, কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিয়েছে রিচার্ডসনকে। রিচার্ডসনের বদলি নেওয়া হয়েছে নাথান এলিসকে।

১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৯ ও ২২ মার্চ বিশাখাপত্তনম ও চেন্নাইতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

ভারত সিরিজে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: 
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও