হোম > খেলা > ক্রিকেট

রাজস্থানের জয়ের ম্যাচে খরুচে ফিজ 

আইপিএলের শেষ চার আগেই নিশ্চিত করেছে চেন্নাই। গতকালের ম্যাচটি তাই খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না তাদের। গুরুত্বহীন ম্যাচে রাজস্থানের কাছে চেন্নাই হেরেছে ৭ উইকেটে ৷ রাজস্থান জিতলেও বোলিংয়ে আলো ছড়াতে পারেননি মোস্তাফিজুর রহমান, ৪ ওভারে দিয়েছেন ৫১ রান ৷ অবশ্য দুর্দান্ত জয়ে ফিজের খরুচে বোলিংয়ের দুঃখ ভুলিয়ে দিয়েছে রাজস্থান।

মোস্তাফিজ অবশ্য প্রথম দুই ওভারে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তবে নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেটে থাকা ফাফ ডু প্লেসিস দৌড়ে এক রান নিতে গিয়ে মোস্তাফিজের সঙ্গে ধাক্কা খান। মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। পরে উঠে দাঁড়ালেও বোলিংয়ে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেন। ফাফ অবশ্য পরের ওভারে রাহুল তেওয়াটিয়ার বলে আউট হন। ফাফ আউট হলেও আরেক উদ্বোধনী ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় রানের চাকা সচল রাখেন। শেষ পর্যন্ত গায়কোয়াড়ের অপরাজিত ১০১ রানে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ করে চেন্নাই।

চেন্নাইয়ের ব্যাটারদের জ্বলে ওঠার দিনে এই রান যথেষ্ট ছিল না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৮১ রান তোলে রাজস্থান। পরে শিবম দুবের ৪২ বলে ৬৪ রানে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজস্থান। তবে ম্যাচ জিতলেও শেষ চার অনেকটাই অনিশ্চিত রাজস্থানের।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে