হোম > খেলা > ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে মুশফিকের রেকর্ডের বন্যা

রাওয়ালপিন্ডিতে চমৎকার এক দিন কাটাল বাংলাদেশ। তৃতীয় দিনের মতো চতুর্থ দিনও পাকিস্তানি বোলারদের ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিমরা। গতকাল ৪ ফিফটিতে ৫ উইকেটে ৩১৬ রানে দিন পার করা সফরকারীদের আজ প্রথম ইনিংস থেমে ৫৬৫ রানে। মুশফিক পেয়েছেন সেঞ্চুরি। দিনের শুরুতে লিটন দাস (৫৬) ফিরলেও বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটারকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন মেহেদি হাসান মিরাজ (৭৭)। চতুর্থ দিনের তৃতীয় সেশনে অলআউট হওয়ার আগে বাংলাদেশ ছুঁয়েছে বেশ কয়েকটি মাইলফলক। মুশফিক গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। সেসব কীর্তি সংখ্যায় সংখ্যায় দেওয়া হলো— 

সংখ্যায় সংখ্যায় আজকের যত রেকর্ড 

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি পেলেন মুশফিক। ২০০৩ সালে করাচিতে প্রথম তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি গড়েন হাবিবুল বাশার (১০৮)। এর ৭ দিন পর পেশোয়ারে সেঞ্চুর পান জাভেদ ওমর বেলিম (১১৯)।


বিদেশের মাটিতে টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরির সংখ্যা। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেলেন তামিম ইকবালকে (৪)। 


মুশফিকের ১৯১ রানের ইনিংসটি টেস্টে বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। ৯ রানের জন্য তাঁর চতুর্থ দ্বিতশক করা হলো না। 

১১
মুশফিকের টেস্ট সেঞ্চুরি সংখ্যা। ১২ সেঞ্চুরি নিয়ে এ তালিকার শীর্ষে মুমিনুল হক। ১০ সেঞ্চুরি নিয়ে তিনে তামিম। 

২০
আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের সেঞ্চুরির সংখ্যা। ২৫ সেঞ্চুরি নিয়ে এ তালিকার শীর্ষে তামিম। 

১৯১
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশিদের মধ্যে মুশফিকের ইনিংসটিই এখন সর্বোচ্চ। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেছিলেন তামিম। একই প্রতিপক্ষের বিপক্ষে মুশফিরের ইনিংস এখন দ্বিতীয় সর্বোচ্চও। 

১৯৬

মুশফিক-মিরাজের জুটির রান। সপ্তম উইকেটে টেস্টে বাংলাদেশের পক্ষে এটিই সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল সাকিব-মাহমুদউল্লাহর। হ্যামিল্টনে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেটে ১৪৫ রান করেছিলেন এই দুই অলরাউন্ডার।

টেস্টে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ 
রান          প্রতিপক্ষ        ভেন্যু             সাল
৬৩৮        শ্রীলঙ্কা            গল                 ২০১৩
৫৯৫/৮     নিউজিল্যান্ড    ওয়েলিংটন      ২০১৭
৫৬৫        পাকিস্তান        রাওয়ালপিন্ডি   ২০২৪

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’