হোম > খেলা > ক্রিকেট

ঘরের মাঠে রান তাড়ার রেকর্ড গড়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

ম্যাচ শেষে অ্যাডাম জাম্পার আলিঙ্গনে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: এএফপি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে রেকর্ড ১৭৩ রান তাড়া করে ২ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। এতে ২-১ ব্যবধানে সিরিজও জিতল স্বাগতিকেরা।

অস্ট্রেলিয়ার রেকর্ড এই রান তাড়ায় বড় ভূমিকা রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া যখন ৮৮ রানে ৪ উইকেট খুইয়ে বিপাকে, তখনই অনেকবারের মতো এদিনও ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে আবির্ভূত হন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৬ বলে হার না মানা ৬২ রান করে ম্যাক্সওয়েল। ৮টি চার ও২টি ছয়ে সাজানো তাঁর ইনিংসটি স্ট্রাইকরেট ১৭২.২২। ১ বল ও ২ উইকেটে হাতে রেখে জিতে যায় অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েলের ফিফটির আগে ওপেনিংয়ে এসে ফিফটি করেন অধিনায়ক মিচেল মার্শ। করবিন বোশ নেন ৩ উইকেট।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ডেওয়াল্ড ব্রেভিসের ২৬ বলে ৫৩ এবং রাসি ফন ডার ডুসেনের ২৬ বলে ৩৮* রানের সুবাদে ৭ উইকেটে ১৭২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডেওয়াল্ড ব্রেভিস হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। ম্যাচসেরা ম্যাক্সওয়েল।

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’