হোম > খেলা > ক্রিকেট

‘প্রেমহীন’ প্রেমাদাসায় বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। সেখানেই আবার সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খুবই নাজুকভাবে হেরেছে তারা। 

পাকিস্তানের বিপক্ষে হারলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি বাংলাদেশের। পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিতলে সুযোগ তৈরি হতে পারে সাকিব আল হাসানদেরও। আপাতত আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্যই তৈরি হচ্ছে বাংলাদেশ। 

কলম্বো থেকে লাহোর, লাহোর থেকে আবার কলম্বো–বাংলাদেশ দলের এই ভ্রমণ ঝক্কিও শেষ হলো আজ। বিসিবি জানিয়েছে, লাহোর থেকে বিকেল ৫টার পরে কলম্বোয় এসে পৌঁছেছে দল। হোটেলে আজ বাকি সময়টা বিশ্রামেই কাটাবেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজরা। 

প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে জয় খরা ঘুচাতে আগামীকাল দুই ঘণ্টা অনুশীলনে ঘাম ঝরাবে বাংলাদেশ দল। বিকেল সাড়ে ৫টা থেকে দুই ঘণ্টা অনুশীলন করার কথা ক্রিকেটারদের। তবে ওয়ানডে সংস্করণে প্রেমাদাসা থেকে কোনো প্রেম পায়নি বাংলাদেশ, এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে, সব ম্যাচেই বড় হারের যাতনা আছে। দুটি টেস্টেও ছিল বড় হার। 

তবে টি-টোয়েন্টিতে প্রেমাদাসা বাংলাদেশের জন্য ব্যতিক্রম চরিত্রের। চারটি টি-টোয়েন্টি খেলে তিনটিতেই জিতেছেন সাকিবরা। শেষ তিন ম্যাচেই টানা জয় পেয়েছে। এর মধ্যে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের দুই ম্যাচে হারিয়ে, ভারতের বিপক্ষে ফাইনালও খেলেছিল বাংলাদেশ। ট্রফি অবশ্য ভারতই জিতেছিল। 

এশিয়া কাপে আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই। ওয়ানডে সংস্করণের ম্যাচ হলেও, নিদাহাস ট্রফি বা টি-টোয়েন্টির সুখস্মৃতি অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশ দলের।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও