হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে টপকে আবারও টেস্টের শীর্ষে উঠল ভারত

ভারত, অস্ট্রেলিয়া দল দুটির মধ্যে প্রতিযোগিতা দারুণ জমে উঠেছে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে কখনো অস্ট্রেলিয়া উঠছে, কখনো ভারত ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবার ওপরে উঠছে। এবার অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত। 

ধর্মশালায় গতকাল শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। তিন দিনে শেষ হওয়া টেস্টে ভারত জিতেছে ইনিংস ও ৬৪ রানে। রোহিত শর্মার ভারত এই বিশাল জয়েই মূলত সুখবর পেয়েছে। আইসিসি প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১২২ রেটিং পয়েন্টে শীর্ষে উঠেছে ভারত। শীর্ষ থেকে দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৭। বর্তমানে তারা ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে অজিরা এই টেস্ট জিতলেও ভারত র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকবে। 

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো জয় পেয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আয়ারল্যান্ডেরও। ১২ নম্বর থেকে ১১ নম্বরে উঠে এসেছে আইরিশরা এবং দলটির রেটিং পয়েন্ট ১০। আইরিশদের এগিয়ে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে আফগানিস্তানের। আফগানরা ১১ নম্বর থেকে ১২ নম্বরে নেমে গেছে। দলটির রেটিং পয়েন্ট শূন্য। আবুধাবির টলারেন্স ওভালে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৭ উইকেটর ঐতিহাসিক জয় পায় আয়ারল্যান্ড। 

ভারত, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আফগানিস্তান—এই চার দল বাদে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাকি আট দলের অবস্থান এখনো অপরিবর্তিত। তিন ও চারে থাকা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১১ ও ১০১। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২২ মার্চ সিলেটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের ঠিক ওপরে থাকা লঙ্কানদের রেটিং পয়েন্ট ৭৯। 

সর্বশেষ এ বছরের জানুয়ারিতেই অস্ট্রেলিয়া টেস্টের শীর্ষে উঠেছিল ভারতকে টপকেই। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্ট সিরিজটি হয়েছিল গত বছরের ডিসেম্বর ও এই বছরের জানুয়ারির এই সময়ে।

টেস্টের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে ভারত। টি-টোয়েন্টিতে ভারতের রেটিং পয়েন্ট ১২১। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮। ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। এই সংস্করণে দুই ও তিনে থাকা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৫৬ ও ২৫৫।

লাথাম-কনওয়ের রেকর্ডে রানপাহাড়ে চাপা ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির পর কী বললেন তাসকিন

ইংল্যান্ডের অপেক্ষা বাড়িয়ে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে