হোম > খেলা > ক্রিকেট

আমিরাতকে হারানোর পরও লিটনের অতৃপ্তি

ক্রীড়া ডেস্ক    

দলের আরও উন্নতি করতে হবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি

লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টির শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের জয়। তবে দারুণ জয়ের পরও লিটন মনে করছেন, বাংলাদেশের আরও উন্নতি করতে হবে।

টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশের স্কোর গতকাল এক পর্যায়ে ছিল ১৭ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান। সেখান থেকে ২০০ রান অনেক সহজই মনে হচ্ছিল। কারণ, উইকেটে তখন দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী ছিলেন। তবে এমন অবস্থা থেকে লিটনের দল শেষ করেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানে। ২৭ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন শেষের দিকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আফসোস করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালোই মনে হয়েছে। তবে আমাদের ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ তিন উইকেটে তেমন রান তুলতে পারিনি।’

জয়ের পথে আরব আমিরাতও ছুটছিল দারুণভাবে। ১৯২ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান তুলে ফেলে তারা। শেষ ৪ ওভারে ৪৯ রান আমিরাতের মতো দলের পক্ষে করা কঠিন ঠিকই। তবে আসিফ খান যেভাবে বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে লিটন-জাকের আলী অনিকেরা কিছুটা হলেও হয়তো ভয় পেয়েছিলেন। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ২০ ওভারে ১৬৪ রানে স্বাগতিকেরা অলআউট হয়ে যায়।

জয়ের রাতে আমিরাতের ব্যাটারদেরও কৃতিত্ব দিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলারদের আমি চিনি। তারা যেকোনো সময় ম্যাচে ফিরতে পারে। তবে একই সঙ্গে স্বীকার করতেই হবে যে আমিরাতের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে, তার জন্য কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’

প্রথম টি-টোয়েন্টিটা গত রাতে শারজায় হলেও মনে হচ্ছিল ম্যাচের ভেন্যু বাংলাদেশে। কারণ, পারভেজ হোসেন ইমন একেকটা ছক্কা বা মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদদের উইকেট নেওয়ার সময় গ্যালারিতে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। দর্শকদের নিয়ে লিটন বলেন, ‘আমরা যেখানেই খেলি না কেন, আমাদের সমর্থকেরা আসে এবং খেলা উপভোগ করে। তাদের এই সমর্থনও সত্যিই অসাধারণ।’ শারজায় আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ