ফুটবল বিশ্বকাপের সময় দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। আগামীকাল প্রথম ওয়ানডে দিয়ে সিরিজও শুরু হবে। তবে সিরিজ শুরুর আগে ধাক্কা খেয়েছে সফরকারীরা। কাঁধের চোটে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি।
শামির বদলির নামও ঘোষণা করেছে আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অভিজ্ঞ এই পেসারের পরিবর্তে সুযোগ পেয়েছেন উমরান মালিক। এক বিজ্ঞপ্তি দিয়ে আজ বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন পেসার শামি। বর্তমানে সে এনসিএ, বেঙ্গালুরুতে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে। তিন ম্যাচের সিরিজে অংশ নিতে পারবে না এই পেসার। তার পরিবর্তে উমরান খেলবে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে ভারত। প্রথম ওয়ানডে হবে আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আর ভারত সফর শেষ করবে দুই টেস্ট দিয়ে।
ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত, ঈশান কিষাণ, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক