হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাই এড়ানোর ম্যাচে চাপে বাংলাদেশ

ধবলধোলাই এড়াতে ভারতের বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম চার টি-টোয়েন্টি এরই মধ্যে হেরে বসে আছে বাংলাদেশ। সিলেটে পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চাপে রেখেছে ভারত। 

১৫৭ রানের লক্ষ্যে ধীরস্থির শুরু করে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। প্রথম ওভারে ২ রান নিলেও দ্বিতীয় ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করে স্বাগতিকেরা। পূজা ভাস্ত্রকরের ওভার থেকে এসেছে ১৪ রান। বাংলাদেশের ওপেনার সোবহানা মোস্তারি মেরেছেন ৩ চার। আরেক ওপেনার দিলারা আকতার ওভারটিতে কোনো বলই মোকাবিলা করতে পারেননি। যদিও ওভারের পঞ্চম বলে মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট প্রায় হয়েই গিয়েছিলেন দিলারা। তবে উদ্বোধনী জুটিটা ছিল ১৬ বলে ১৯ রানের। তৃতীয় ওভারের পঞ্চম বলে তিতাস সাধুকে স্কয়ার কাট করতে যান মোস্তারি। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ধরেন রাধা যাদব। ৯ বলে ৩ চারে ১৩ রান করেন মোস্তারি। 

উদ্বোধনী জুটি ভাঙার ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম বলে রাধাকে পুল করতে যান দিলারা। এজ হওয়া বল মিড অফে ধরেছেন ভাস্ত্রকরের। ৮ বলে ৪ রান করেন দিলারা। দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩.১ ওভারে ২ উইকেটে ২৬ রান। তারপর চার নম্বরে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। রানের চাকাও ধীর গতির হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 
বাংলাদেশের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ৪৭ রান। জ্যোতি ১৩ বলে ৭ রানে ব্যাটিং করছেন। ১৮ বলে ২০ রানে অপরাজিত তিনে নামা রুবিয়া হায়দার। 

পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ৮ ওভারে সফরকারীদের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৬২ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৬০ রানের জুটি গড়েন হারমানপ্রীত ও হেমলতা। দুই সেট ব্যাটার আউটের পর আউট হয়ে যান সাজানা সঞ্জীবনও। ২ উইকেটে ১২২ রান থেকে মুহূর্তেই সেটা ৫ উইকেটে ১২৪ হয়ে যায়। শেষের দিকে পঞ্চম উইকেটে ২৫ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে ভারত। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন হেমলতা।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ