হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    

আফগানিস্তানের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মুজিব উর রহমান। ছবি: ক্রিকইনফো

লং অনে দারউইশ রাসুলি ক্যাচ ধরার পর শুরু হয়ে যায় উদ্‌যাপন। ওয়েস্ট ইন্ডিজের সেট ব্যাটার ব্র্যান্ডন কিংয়ের (৫০) উইকেটটা তো আফগানদের জন্য দারুণ এক ব্রেকথ্রু ছিলই। সব ছাপিয়ে আলোচনায় আফগানিস্তানের রহস্যময় স্পিনার মুজিব উর রহমানের হ্যাটট্রিক।

দুবাইয়ে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুজিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় আফগান বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। আফগান বোলারদের মধ্যে প্রথম হ্যাটট্রিক করেছিলেন রশিদ ২০১৯ সালের ফেব্রুয়ারি। পরবর্তী হ্যাটট্রিকের জন্য আফগানিস্তানকে অপেক্ষা করতে হয়েছে সাড়ে চার বছর। ২০২৩ সালের জুলাইয়ে সিলেটে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আফগান পেসার করিম জানাত। দুবাইয়ে গত রাতে আড়াই বছর পর আফগান বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন মুজিব।

মুজিব দুবাইয়ে গত রাতে হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে। অষ্টম ওভারের পঞ্চম বলে এভিন লুইসকে (১৩) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের শেষ বলে আফগান স্পিনার বোল্ড করেছেন জনসন চার্লসকে (০)। মাঝে দীর্ঘ একটা সময় মুজিবকে বোলিংয়ে আনেননি আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ১৫তম ওভারের প্রথম বলে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে মুজিব তুলে নিলেন হ্যাটট্রিক। একই ওভারের তৃতীয় বলে কোয়েন্টিন স্যাম্পসনকে বোল্ড করেছেন মুজিব।

মুজিবের হ্যাটট্রিকের রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে আফগানিস্তান। তবে হ্যাটট্রিক যে করে ফেলেছেন, সেটা প্রথমে বুঝতে পারেননি বলে জানিয়েছেন মুজিব। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান স্পিনার বলেন, ‘সিরিজ জয়ের জন্য সবাইকে অভিনন্দন। হ্যাটট্রিক করে খুশি। জানতামই না যে হ্যাটট্রিক পাওয়ার মতো অবস্থায় ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ দারুণ দল। বিশ্বকাপের আগে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। দুবাইয়ে আজই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান।

আফগানিস্তানের একমাত্র বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের কীর্তিটা শুধু রশিদ খানেরই। কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, শেন গেটকেট, সিমি সিং—২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পরপর চার বলে আয়ারল্যান্ডের এই চার ব্যাটারের উইকেট নিয়েছিলেন রশিদ। সেই ম্যাচ আফগানরা জিতেছিল ৩২ রানে। তবে ২০২৩ সালের জুলাইয়ে সিলেটে জানাতের হ্যাটট্রিকের পরও বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি আফগানিস্তান। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ—বাংলাদেশের এই তিন ব্যাটারের উইকেট নিয়েছিলেন জানাত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হ্যাটট্রিক

প্রতিপক্ষ ভেন্যু সাল

রশিদ খান* আয়ারল্যান্ড দেরাদুন ২০১৯

করিম জানাত বাংলাদেশ সিলেট ২০২৩

মুজিব উর রহমান ওয়েস্ট ইন্ডিজ দুবাই ২০২৬

*চার বলে চার উইকেট নিয়েছিলেন রশিদ খান।

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ