হোম > খেলা > ক্রিকেট

ড্রেসিংরুমে বৃষ্টির দিনে কী খেলছেন নাঈমরা

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরি ভেসে গেছে বৃষ্টিতে। বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ একটি বলও মাঠে গড়ায়নি। তবে মাঠে খেলা না হলেও বৃষ্টিস্নাত দিনটা যেন উপভোগই্ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

মিরপুরে আজ বৃষ্টিস্নাত দিনে ড্রেসিংরুমে ফুটবল খেলেছেন শরীফুল ইসলাম, নাঈম হাসানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজার নাফিস ইকবাল খান তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। নাফিস ক্যাপশন দিয়েছেন, ‘বাইরে বৃষ্টি। ফুট ভলিবল খেলা হচ্ছে ভেতরে।’ভিডিওতে দেখা যাচ্ছে, পাঁচজন ফুটবল খেলেছেন। এক পাশে ছিলেন শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু ও নাঈম হাসান। অন্য পাশে রয়েছেন নাফিস ও হাসান মাহমুদ। প্রথমে দিপু হেড দিয়েছেন। দিপুর হেডে দেওয়া শট বা পায়ে রিসিভ করেছেন হাসান। হাসানের থেকে বল রিসিভ করেন নাফিস। নাফিস এরপর বল ফিরিয়েছেন শরীফুলদের দিকে। এভাবেই নিজেদের মধ্যে ফুটবল খেলছিলেন তাঁরা। অন্যদিকে সোফায় উদাসীন হয়ে বসে আছেন মাহমুদুল হাসান জয়।  

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। নিম্নচাপের প্রভাবে গত রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। মিরপুরে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুর হতে তীব্রতা আরও বেড়ে যায়। ফলে ভেজা আউটফিল্ড, উইকেট থেকে কাভারে সরানোর কোনো উপায় ছিল না।

 

নিম্নচাপের প্রভাব গতকাল টেস্টের প্রথম দিনেও পড়েছিল। মেঘলা আকাশ, মাঝে মাঝে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিও ছিল। খেলা হয়েছিল ৭৯ ওভার। নিজেদের পাতা স্পিনে ফাঁদে হাঁসফাঁস করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে অলআউট হয়েছে ১৭২ রানে। তবে এরপরও বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। ঘূর্ণি থেকে রেহাই পাচ্ছে না নিউজিল্যান্ডও। ১২.৪ ওভারে ৫৫ রানে ৫ উইকেটে দিন শেষ করেছে সফরকারীরা।

সেটি পুষিয়ে নিতে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল আরও ১৫ মিনিট আগে। সাড়ে ৯টা থেকে প্রতিদিন খেলা শুরু হওয়ার কথা থাকলেও আজ ৯টা ১৫ মিনিটে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন অফিসিয়ালরা। 

 

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি