হোম > খেলা > ক্রিকেট

তামিমকে হারিয়ে ধাক্কা খেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও উইকেটে থিতু হতে পারেননি তামিম ইকবাল ও লিটন দাস। ৫১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ।  ১৫ বলে ৭ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন লিটন। ক্রিস ওকসকে গুড লেন্থের ডেলিভারি লিটনের প্যাড ছুঁয়ে বাটলারের কাছে যায়। ওকস-বাটলারদের আবেদনে সাড়া দিয়ে আউটের সংকেত তথা আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও রক্ষা পাননি এই ওপেনার।

দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তামিমও। দলের ৫১ রানের মাথায় আউট হন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে এসেই তামিমকে বোল্ড করেন মার্ক উড। ইংলিশ পেসারের দ্রুতগতির বল তামিমের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে অফ-স্ট্যাম্পে আঘাত হানে। ৩২ বলে ২৩ রান আসে তাঁর ব্যাট থেকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ২ উইকেটে ৮১ রান। নাজমুল হোসেন শান্ত ৩৩ ও মুশফিকুর রহিম ৮ রানে ব্যাটিং করছেন।  

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে এর আগে কখনো ওয়ানডে সিরিজে জিততে পারেননি সাকিব-তামিমরা। নিজেদের মাঠে আরও একবার সেই সুযোগ তাঁদের সামনে। সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে দুই পেসার—তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও আছেন একাদশে। সর্বশেষ গত বছর জিম্বাবুয়ে সিরিজে খেলেছিলেন এই  বাঁহাতি স্পিনার। তাঁর সঙ্গে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ তো আছেনই।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে