হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর বাংলাদেশের উদযাপন। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন শরীফুল ইসলাম-সৈয়দ খালেদ আহমেদরা। রান করতেই যে বেগ পেতে হচ্ছে কিউই ব্যাটারদের। উপরন্তু সফরকারীরা উইকেট হারাচ্ছে নিয়মিত বিরতিতে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিলেটে শুরু হয়েছে আজ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েই যেন বেকায়দায় পড়েছে নিউজিল্যান্ড। স্পিনারদের সাবলীলভাবে খেললেও পেসারদের যেন খেলতেই পারছেন না কিউই ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে ৫ উইকেটে ৪৮ রান করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড ‘এ’ দলের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানে। তৃতীয় ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি ফিলিপস। ঠিক তার পরের ওভারে সৈয়দ খালেদ আহমেদ দেন জোড়া ধাক্কা। চতুর্থ ওভারে তৃতীয় ও পঞ্চম বলে ম্যাট বয়েল ও মুহাম্মদ আব্বাসকে ফিরিয়েছেন খালেদ। বয়েল হয়েছেন এলবিডব্লিউ। আর আব্বাসের ক্যাচ ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কও তিনি।

খালেদের জোড়া ধাক্কা দিতে না দিতেই শরীফুল নিয়েছেন আরও এক উইকেট। সপ্তম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক নিক কেলিকে বোল্ড করেন শরীফুল। ফিলিপস, বয়েল, আব্বাস, কেলি—এই চার ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ৪ উইকেটে ১৩ রান।

বিপর্যস্ত নিউজিল্যান্ডের হাল ধরার চেষ্টা করেন জশ ক্লার্কসন ও রিস মারিউ। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন তাঁরা। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ইবাদত হোসেন চৌধুরীকে পুল করতে যান ক্লার্কসন। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ক্যাচ ধরেন সোহান। ২৫ বল খেলে ক্লার্কসন করেছেন ৭ রান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ব্যাটিং করছেন ওপেনার মারিউ। ৪৫ বলে করেছেন ৩৫ রান। উইকেটরক্ষক ব্যাটার মিচ হে মাত্র উইকেটে এসেছেন।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও