হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির বাগড়ায় ওভার কমল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের 

বৃষ্টি যে আসবে, তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল। বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে সময়মতো হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। এবার ম্যাচের ওভার কমানো হয়েছে। 

বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হয়েছিল। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম চার ওভার স্বাভাবিকভাবেই হচ্ছিল খেলা। পঞ্চম ওভারেই এসে বাগড়া দেয় বৃষ্টি। ২টা ২২ মিনিটে ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বন্ধ হয়ে যায় খেলা। দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সাড়ে চারটায় পুনরায় খেলা শুরু হবে। খেলা হবে ৪২ ওভারের। প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভারের। ১০ থেকে ৩৪ ওভার পর্যন্ত এই ২৫ ওভার হবে দ্বিতীয় পাওয়ারপ্লে। আর ৩৫ থেকে ৪২-এই ৮ ওভার হবে তৃতীয় পাওয়ারপ্লের খেলা। বৃষ্টির আগে ৯ রান করেছিল নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ১৮ বলে ৫ ও উইল ইয়ং ৯ বলে ৩ রান করে অপরাজিত আছেন। বোলিংয়ের শুরুটা করলেন মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে দুই পেস বোলার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পাশাপাশি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। সৌম্য সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালে। চোট কাটিয়ে দলে ফিরলেন তামিম ইকবালও। নুরুল হাসান সোহানও আছেন দলে। 

নিজেদের মাঠে আগের দুই ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারও সিরিজ জয়ের লক্ষ্য লিটন দাসদের। সর্বশেষ নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা