হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারী কোচ

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের সহকারী কোচের চাকরি ছাড়লেন নিক পোথাস। ছবি:বিসিবি

শিষ্যদের ব্যর্থতায় ঢাল হয়ে দাঁড়াতেন নিক পোথাস। তাঁর পুরোনো সংবাদ সম্মেলনগুলো দেখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। চ্যাম্পিয়নস ট্রফি যখন আসি আসি করছে, সেই মুহূর্তে বাংলাদেশের সহকারী কোচের চাকরি ছাড়লেন পোথাস।

ইনস্টাগ্রামে গত রাতে আবেগঘন এক পোস্টে বাংলাদেশকে বিদায়ের কথা জানালেন পোথাস। বাংলাদেশের ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই কোচ লিখেছেন, ‘যাই হোক, সব ভালো জিনিসের মতো এটারও শেষ হওয়া দরকার ছিল। বিসিবিতে থাকা অবস্থায় দারুণ কিছু মানুষের সঙ্গে সময় কাটিয়েছি। অনেক রেকর্ড ও ইতিহাস গড়েছি। দারুণ কিছু স্মৃতিও তৈরি হয়েছে।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছে, গত বছরের ২০ ডিসেম্বর পারিবারিক কারণে পদত্যাগ করেছেন পোথাস। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন তিনি। তবে বাংলাদেশকে যে পোথা কতটা মিস করেন, সেটা তাঁর গত কয়েকদিনের পোস্ট দেখলেই বোঝা যাবে। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ধবলধোলাইয়ের ছবি রয়েছে। তাসকিন আহমেদের সঙ্গে ছবিও রয়েছে পোথাসের ইনস্টাগ্রামে। গত রাতে পোথাসের কোলাজ করা ছবিতে এই দুই ছবির (বাংলাদেশের সিরিজ জয়, তাসকিন) পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, মুশতাক আহমেদের সঙ্গে তোলা ছবিও রয়েছে। পোথাস লিখেছেন, ‘বাড়িতে এখন সময় কাটাচ্ছি। পরবর্তী অধ্যায়ে কী আছে, সেটা দেখছি। বাংলাদেশ ক্রিকেটকে শুভকামনা জানাই। সামনে তাদের এক রোমাঞ্চকর বছর আসছে। তোমাকে মিস করব।’

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান পোথাস। সহকারী কোচ হলেও বাংলাদেশের ফিল্ডিং নিয়েই বেশি কাজ করতে হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে আছেন ফিল সিমন্স। মোহাম্মদ সালাহউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। আন্দ্রে অ্যাডামস বোলিং কোচের দায়িত্বে আছেন।

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর