বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের কোনো ইস্যু এলে, জনাথন ট্রটের নাম আসতে বাধ্য। কারণ, এই ইংলিশ কোচের অধীনেই আফগানরা বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাল। কিন্তু তাতেও যেন তৃপ্তিটা পাচ্ছে না ট্রট।
প্রথম দুই ম্যাচের জয়ের পর আজ শেষ ওয়ানডেতে ৭ উইকেটে হেরে যায় আফগানিস্তান। তাতে যেন ট্রটের কণ্ঠও বেসুরে হেয়ে গেল। ম্যাচ শেষে শিষ্যদের ওপর তোপ দাগলেন, ‘আমরা বেরিয়ে এসেছি (জয় থেকে)। ছেলেরা কার্যকর পারফরম্যান্স করেনি। তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়নি। তারা বাজে শট খেলেছে। মানসিকতা আজ (গতকাল) ঠিক ছিল না। সিরিজের শেষ ম্যাচে এমন ঘটনা প্রথম নয়।’
সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। দলের টপ অর্ডার ছাড়া অন্য ব্যাটারদের ব্যাটে রান নেই। এগুলো দ্রুত কাটিয়ে উঠতে শিষ্যদের পরামর্শ আফগান কোচের, ‘এটি এমন কিছু যা আমাদের ঠিক করতে হবে। যদি আমরা একটি দল হিসাবে আরও ভালো হতে চাই। আমরা রান তোলার জন্য এক বা দুজন খেলোয়াড়ের উপর নির্ভর করতে পারি না। প্রত্যেককে অবদান রাখতে হবে। আজমত যেভাবে নিজেকে সাত নম্বরে দেখিয়েছেন। এই উইকেটে কীভাবে খেলতে হয় তা দেখিয়ে দিলেন লিটন দাস।’