হোম > খেলা > ক্রিকেট

সাকিব-মিরাজদের ব্যর্থতার দিনে বড় জয় মোহামেডানের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুর দিকে একটা জয়ের খোঁজে হাপিত্যেশ করছিল মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির প্রথম পাঁচ ম্যাচ ছিল জয়হীন। তবে পরের পাঁচ ম্যাচে সেই মোহামেডানের জয়রথ ছুটছে। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। 

শেষটি আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। ২৭৭ রানের লক্ষ্যে ৪০ বল আগেই শাইনপুকুর গুটিয়ে গেছে ২২৪ রানে। ১০ ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে মোহামেডান। লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত হয়েছে তাদের। 

শাইনপুকুরের বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৬ রান তোলে মোহামেডান, যেখানে বড় অবদান উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অপরাজিত সেঞ্চুরিতে ১২৫ রান করেন মাহিদুল। অধিনায়ক ইমরুল কায়েস ৭ চার ও ২ ছয়ে ৮৬ বলে ৬৯ রান করে আউট হন। তবে আরেকবার ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। এলবিডব্লিউ হওয়ার আগে ১ চার ও ২ ছয়ে করেন ২৫ বলে ৩০ রান। আগের দুই ম্যাচে ফিফটি করা মাহমুদউল্লাহ এদিন রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থতার ধারা বজায় রাখেন মেহেদি হাসান মিরাজ। 

রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ২২৪ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ শুভাম শর্মা। ওপেনার খালিদ হাসান করেন ৫৬ রান।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড