হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনটা ভারতের

মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন আধিপত্য বিস্তার করে খেলেছে ভারত। ২০৮ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে ভারত। যেখানে সফরকারীরা কোনো উইকেট হারায়নি। 

৫ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করা বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে। সেঞ্চুরি পাওয়া হয়নি রানের খোঁজে থাকা মুমিনুল হকের। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৪ রান করেন মুমিনুল। এর আগে মেহেদী হাসান মিরাজকে দিয়ে শেষ সেশনে উইকেটের স্রোত শুরু হয়। কিছুটা দুর্ভাগাই বলতে হবে মুমিনুলকে। রবিচন্দ্রন অশ্বিনের বলটা তাঁর গ্লাভসে ছুঁয়ে ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়।  

মিরাজও ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশকে। উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন ১৫ রানে। তাঁর ৫১ বলের ইনিংস থামে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে পন্তের হাতে ক্যাচ দিয়ে। এরপর দ্রুতই ফিরেছেন তাসকিন আহমেদ (১)। তাসকিনকে সিরাজের ক্যাচ বানিয়ে ফেরান উমেশ। এটা এই পেসারের চতুর্থ উইকেট।  

শেষ উইকেট হিসেবে অশ্বিনের শিকারে পরিণত হন খালেদ আহমেদ। এই অফ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন। উমেশের মতো চার উইকেট নিয়েছেন অশ্বিনও। 

বাংলাদেশের ২২৭ রানের জবাবে ব্যাটিংয়ে নামে ভারত। ৮ ওভারে বিনা উইকেটে ১৯ রানে দিনের খেলা শেষ করে সফরকারীরা। লোকেশ রাহুল অপরাজিত আছেন ৩ রান করে এবং শুভমন গিল অপরাজিত আছেন ১৪ রান করে। যদিও ১টা উইকেট বাংলাদেশ পেতে পারত। সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়েছিলেন রাহুল। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ভারতের অধিনায়ক। 

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪