হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনটা ভারতের

মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন আধিপত্য বিস্তার করে খেলেছে ভারত। ২০৮ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে ভারত। যেখানে সফরকারীরা কোনো উইকেট হারায়নি। 

৫ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করা বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে। সেঞ্চুরি পাওয়া হয়নি রানের খোঁজে থাকা মুমিনুল হকের। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৪ রান করেন মুমিনুল। এর আগে মেহেদী হাসান মিরাজকে দিয়ে শেষ সেশনে উইকেটের স্রোত শুরু হয়। কিছুটা দুর্ভাগাই বলতে হবে মুমিনুলকে। রবিচন্দ্রন অশ্বিনের বলটা তাঁর গ্লাভসে ছুঁয়ে ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়।  

মিরাজও ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশকে। উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন ১৫ রানে। তাঁর ৫১ বলের ইনিংস থামে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে পন্তের হাতে ক্যাচ দিয়ে। এরপর দ্রুতই ফিরেছেন তাসকিন আহমেদ (১)। তাসকিনকে সিরাজের ক্যাচ বানিয়ে ফেরান উমেশ। এটা এই পেসারের চতুর্থ উইকেট।  

শেষ উইকেট হিসেবে অশ্বিনের শিকারে পরিণত হন খালেদ আহমেদ। এই অফ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন। উমেশের মতো চার উইকেট নিয়েছেন অশ্বিনও। 

বাংলাদেশের ২২৭ রানের জবাবে ব্যাটিংয়ে নামে ভারত। ৮ ওভারে বিনা উইকেটে ১৯ রানে দিনের খেলা শেষ করে সফরকারীরা। লোকেশ রাহুল অপরাজিত আছেন ৩ রান করে এবং শুভমন গিল অপরাজিত আছেন ১৪ রান করে। যদিও ১টা উইকেট বাংলাদেশ পেতে পারত। সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়েছিলেন রাহুল। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ভারতের অধিনায়ক। 

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল