হোম > খেলা > ক্রিকেট

ব্যাটারদের হতাশা ভোলানোর চেষ্টায় তাসকিনরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এমন উইকেটে দুইশ রানের আগে অলআউট হওয়া নিশ্চয়ই পোড়াবে সাকিব আল হাসানের দলকে। তবে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করছেন বাংলাদেশের বোলাররা।

এর মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ রান। জয় থেকে আর খুব বেশি দূরে নেই স্বাগতিকেরা। বাংলাদেশকে উইকেট দুটি এনে দিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই পেসার ভালোই ভোগাচ্ছেন পাকিস্তান ব্যাটারদের।

পাকিস্তানের ৩৫ রানের ওপেনিং জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ফখর জামানকে ফেরান তিনি। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩১ বলে ২০ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর বাবর আজমকে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন ইমাম-উল-হক। তাঁদের দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৩৯ রান।

এই জুটি ভাঙেন তাসকিন। বাবরকে বোল্ড করে ফেরান তিনি। একটু ফুলার লেংথ বল ছিল। তবে বল খুব একটা বাউন্স করেনি, যতটা বাবর ভেবেছিলেন। তাতেই বিপদ ঘটে। ব্যাটের নিচের দিকে লাগলেও বল খুঁজে নেয় স্টাম্প। পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ২২ বলে ১৭ রান করে।

বাবরের আউটের আগে ইমামের জন্য রিভিউ নিয়ে সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। এর আগে হাসান মাহমুদও তাঁর বিপক্ষে রিভিউ নিয়ে উইকেট নিতে পারেননি। দুইবারই বল ট্র্যাকিং দেখিয়েছে, বল পড়েছে লেগ স্টাম্প লাইনের বাইরে। দুটিই রিভিউ এর মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লিখতে লিখতে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েও বেঁচেছেন ইমাম। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ