হোম > খেলা > ক্রিকেট

বেফাঁস মন্তব্য করায় পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে সাইবার ক্রাইম এজেন্সি

ক্রীড়া ডেস্ক    

রশিদ লতিফের বিরুদ্ধে সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত চলছে। ছবি: ক্রিকইনফো

কোনো কিছু উল্টাপাল্টা হলে চুপ করে বসে থাকার পাত্র তো নন রশিদ লতিফ। যে যা-ই মনে করুন না কেন, তিনি প্রতিবাদ করেন তাঁর মতো করে। এবার এক বেফাঁস মন্তব্য করে বিপাকে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে শাহিন শাহ আফ্রিদিকে কদিন আগে ওয়ানডে অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়ে বোর্ডের রোষানলে পড়েন রশিদ লতিফ। এই ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে পাকিস্তানের সাইবার ক্রাইম এজেন্সি। লাহোরে গতকাল জাতীয় অপরাধ তদন্ত বিভাগের (এনসিসিআইএ) মুখপাত্র নাজিবউল্লাহ হাসান বলেন,‘সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফের বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং ইসলামাবাদ ও লাহোরে দুটি তদন্ত কার্যক্রম চলছে।’ পিসিবির সিনিয়র লিগ্যাল ম্যানেজার সৈয়দ আলী নাকভির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন নাজিবউল্লাহ।

রিজওয়ানকে বরখাস্ত করে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করাটা মূলত মেনে নিতে পারেননি রশিদ লতিফ। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রশিদ

লতিফ কদিন আগে বলেছিলেন, ‘শাহিন শাহ আফ্রিদি ওয়ানডের অধিনায়ক হয়েছেন। জনগণের মধ্যে বিভিন্নভাবে যেমন জাত, শ্রেণি ও ক্রিকেট দলের মাধ্যমে ভাগ বাটোয়ারার মাধ্যমে ক্ষমতা দখল করা এক রাজনৈতিক উপায়।’ ২০২৩ সালের মার্চ থেকে শুরু করে পাকিস্তান দলে কীভাবে বারবার অধিনায়ক বদলানো হচ্ছে, সেটার ধারাক্রম দেখিয়েছিলেন।

শাহিনের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব একেবারে নতুন নয়। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিল। সে বছরের মার্চে বাবর আজম সাদা বলের অধিনায়কত্বে ফিরলে শাহিন আফ্রিদির নেতৃত্ব চলে যায়। এবার শাহিনের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দুটিতেই জিতেছে পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ খেললেও শ্রীলঙ্কা সিরিজে দুই ওয়ানডে খেলেন তিনি।

নিজেদেরই ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল