হোম > খেলা > ক্রিকেট

‘ধোনি অধিনায়ক হলে আইপিএল জিতত বেঙ্গালুরু’ 

তারকা খচিত খেলোয়াড় নিয়ে প্রত্যেক আইপিএলেই খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অথচ এখনও পর্যন্ত শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরুর। ওয়াসিম আকরামের মতে, মহেন্দ্র ধোনি অধিনায়ক হলে আইপিএল জিতত বেঙ্গালুরু। 

এই নিয়ে ১৬তম আইপিএল চলছে। এর আগের ১৫ মৌসুমে বেঙ্গালুরু ফাইনাল খেলেছে তিনবার। ২০০৯,২০১১, ২০১৬ তিন মৌসুমেই রানার্সআপ হয়েছে বেঙ্গালুরু। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটাররা লম্বা সময় খেলেছেন বেঙ্গালুরুর জার্সিতে। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এবারও মাঝেমধ্যে অধিনায়কত্ব করেন কোহলি। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসির অনুপস্থিতিতে দলটির নেতৃত্বভার নিজের কাধে তুলে নেন ভারতীয় এই ব্যাটার। 
 
বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয়ের প্রসঙ্গক্রমে মহেন্দ্র সিং ধোনির কথা উল্লেখ করেছেন ওয়াসিম। ধোনির নেতৃত্বে ২০১০,২০১১, ২০১৮,২০২১-এই চারবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘আরসিবি এতদিনে তিনটা আইপিএল জিতত যদি এমএস ধোনি তাদের অধিনায়ক হত। তারা এখন পর্যন্ত একটা শিরোপা জেতেনি। তাদের অনেক সমর্থন আছে। বিরাট কোহলির মতো তাদের আধুনিক যুগের ক্রিকেটার আছে। দুর্ভাগ্যবশত তারা শিরোপা জেতেনি। যদি আরসিবিতে ধোনি থাকত, তাহলে সে তাদের শিরোপা জয়ে অবদান রাখতে পারত।’ 
 
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। ১০ ম্যাচে সমান ৫টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে বেঙ্গালুরু।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা