হোম > খেলা > ক্রিকেট

ভারতের সঙ্গে কেন ৫ রানের খেসারত দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম যে ব্যাটারদের বধ্যভূমি, তা কারও অজানা নয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত রাতে ১১১ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের বেগ পেতে হয়েছে। হেরে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্র পেয়েছে শাস্তি।

চোট থাকায় গত রাতে ভারতের বিপক্ষে খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। নিউইয়র্কের ম্যাচে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন অ্যারন জোনস। ভারতের ইনিংসের ১৫ ওভার শেষে আম্পায়ার পল রাইফেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে জোনসকে। তখনই ৫ রানের শাস্তি দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে। এই ৫ রান উপহার পেলে ৩০ বলে ৩৫ রানের সমীকরণের বদলে ভারতের দরকার হয় ৩০ রান। আইসিসি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনের ৪১.৯. ৪ নিয়ম বলছে, ‘আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের (১ মিনিট) মধ্যে ফিল্ডিং দলকে প্রস্তুত থাকতে হবে।’ তিনবার যদি ১ মিনিটের মধ্যে নতুন ওভার ফিল্ডিং দল শুরু না করতে পারে, তাহলে ৫ রান উপহার পাবে ব্যাটিং দল। আইসিসির ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালুর পর প্রথম শাস্তি পাওয়া দল এখন যুক্তরাষ্ট্র।

সময়ের অপচয় রোধ করতে ২০২৩ সালের নভেম্বরে আইসিসি তাদের বার্ষিক সভায় ‘স্টপ ক্লক’ পদ্ধতির প্রস্তাব দেয়। এক ওভার থেকে আরেক ওভার ৬০ সেকেন্ডের মধ্যে শুরু করা হলো কি না, সেটা হিসাব করতে বিশেষ এক ঘড়ি ব্যবহার করা হয়। গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ ক্লক পদ্ধতি চলছিল পরীক্ষামূলকভাবে। এরপর সীমিত ওভারের ক্রিকেট ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চালু করা হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সময় নষ্টের শাস্তির নিয়ম চালুর পর টুর্নামেন্টেই শাস্তিটা পেয়ে গেল যুক্তরাষ্ট্র।

তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করল ভারত। দুই ও তিনে থাকা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট ৪ ও ২। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের নেট রানরেট ‍+ ০.১৯১ ও ‍+ ০.১২৭। ফ্লোরিডায় আগামীকাল যদি আয়ারল্যান্ড হারিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রকে, তাতে সুপার এইটে ওঠার সম্ভাবনা বাড়বে পাকিস্তানের। কারণ তখন যুক্তরাষ্ট্রের নেট রানরেট আরও কমবে। ১৬ জুন ফ্লোরিডায় আইরিশদের বিপক্ষে পাকিস্তান জিতলেই পাকিস্তান নিশ্চিত করবে সুপার এইট।

আরও পড়ুন:

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালের যে রেকর্ড ভাঙল অ্যাশেজে

মেলবোর্নে প্রথম দিনে দুবার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বিপদে ইংল্যান্ড

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি