টি-টোয়েন্টি সংস্করণে সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। তার ওপর কিছুদিন ধরে তিন সংস্করণে এই ক্রিকেটারের থাকা না থাকা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। গণমাধ্যমে এও খবর বেরিয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি সংস্করণ ছাড়ছেন মুশফিক। তবে মুশফিক নিজে জানালেন ভিন্ন কথা, আপাতত এমন ভাবনা নেই তাঁর।
আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেন মুশফিক। অবসর বিষয়ে প্রশ্ন করা হলে মুশফিক বলেন, ‘না, আমার এ রকম কোনো ইচ্ছে নেই আপাতত।’
বাংলাদেশের হয়ে তিন সংস্করণে আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছে মুশফিকের। তিনি বলেছেন, ‘ইচ্ছে আছে বাংলাদেশের জন্য যতটুকু সুযোগ আসবে এবং আমাকে যে যে সংস্করণে চাইবে, আমার ফিটনেস ধরে রেখে ততদিন ভালো করার চেষ্টা করব।’
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির অবসর বিষয়ক পোস্ট নিয়ে মুশফিক বলেন, ‘আমি দেখিনি কি লিখেছে, দেখলে বোঝা যাবে।’