হোম > খেলা > ক্রিকেট

এগোলেন মিরাজ, শীর্ষে সিরাজ

দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির ২০২২ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সিরাজ। যার সুফল মিলেছে আইসিসির বোলিং র‍্যাংকিংয়েও। র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন মিরাজ আর শীর্ষে উঠলেন সিরাজ।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে ১৪ নম্বর থেকে ১৩ তে উঠে এসেছেন মিরাজ। ২০২২ সালে ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন মিরাজ। ১৫ ম্যাচ খেলে ৫.৪৪ ইকোনমিতে ২৪ উইকেট নিয়েছিলেন। অলরাউন্ড পারফরম্যান্সে ডিসেম্বরে ভারত সিরিজে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আর এ বছর বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। 

২০২২ থেকে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিরাজ। যার সুবাদে ৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। জশ হ্যাজলউড ও ট্রেন্ট বোল্টের মতো তারকা ক্রিকেটারদের পেছনে ফেলেছেন ভারতীয় এই পেসার। গত বছর ১৫ ওয়ানডে খেলে নিয়েছিলেন ২৪ উইকেট। ৪.৬২ ইকোনমিতে বোলিং করে ব্যাটারদের রান আটকে রেখেছিলেন ভারতীয় এই পেসার। আর এ বছর ৫ ওয়ানডেতে ৩.৮২ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। 

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষ দশে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব আছেন ৭ নম্বরে ও ৯ নম্বরে আছেন মোস্তাফিজ। দুই ও তিনে আছেন হ্যাজলউড ও বোল্ট। চার ও পাঁচে আছেন মিচেল স্টার্ক ও রশিদ খান।

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি