হোম > খেলা > ক্রিকেট

এগোলেন মিরাজ, শীর্ষে সিরাজ

দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির ২০২২ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সিরাজ। যার সুফল মিলেছে আইসিসির বোলিং র‍্যাংকিংয়েও। র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন মিরাজ আর শীর্ষে উঠলেন সিরাজ।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে ১৪ নম্বর থেকে ১৩ তে উঠে এসেছেন মিরাজ। ২০২২ সালে ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন মিরাজ। ১৫ ম্যাচ খেলে ৫.৪৪ ইকোনমিতে ২৪ উইকেট নিয়েছিলেন। অলরাউন্ড পারফরম্যান্সে ডিসেম্বরে ভারত সিরিজে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আর এ বছর বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। 

২০২২ থেকে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন সিরাজ। যার সুবাদে ৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। জশ হ্যাজলউড ও ট্রেন্ট বোল্টের মতো তারকা ক্রিকেটারদের পেছনে ফেলেছেন ভারতীয় এই পেসার। গত বছর ১৫ ওয়ানডে খেলে নিয়েছিলেন ২৪ উইকেট। ৪.৬২ ইকোনমিতে বোলিং করে ব্যাটারদের রান আটকে রেখেছিলেন ভারতীয় এই পেসার। আর এ বছর ৫ ওয়ানডেতে ৩.৮২ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। 

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষ দশে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব আছেন ৭ নম্বরে ও ৯ নম্বরে আছেন মোস্তাফিজ। দুই ও তিনে আছেন হ্যাজলউড ও বোল্ট। চার ও পাঁচে আছেন মিচেল স্টার্ক ও রশিদ খান।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’