হোম > খেলা > ক্রিকেট

লাল বলের যুগে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২১ সালের এপ্রিলে টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ নারী দল। গত দুই বছরে ক্রিকেটের কুলীন সংস্করণে কোনো ম্যাচ খেলা হয়নি মেয়েদের। টেস্ট খেলতে মেয়েদের যে প্রস্তুতি দরকার, সেটি শুরুই হতে যাচ্ছে এত দিনে। অবশেষে মেয়েরা পা দিচ্ছেন লাল বলের যুগে। আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা খেলতে যাচ্ছেন একাধিক দিনের ম্যাচ।

আপাতত মেয়েদের ম্যাচের দৈর্ঘ্য দুই দিনের। এই সংস্করণে অভ্যস্ত করে ধীরে ধীরে মেয়েদের চার দিনের ম্যাচে নিতে চায় বিসিবি। বিসিএলে অংশ নিচ্ছে পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি দল। সিঙ্গেল রাউন্ডে হওয়া লিগ চলবে ৮ এপ্রিল পর্যন্ত। প্রথম দিনে আজ পদ্মার মুখোমুখি যমুনা। আগামীকাল আবারও খেলবে পদ্মা-যমুনা। এরপর দুই দিনের বিরতি দিয়ে আবার একে অন্যের মুখোমুখি হবে তারা। এভাবে প্রতিটি দল খেলবে মোট চারটি করে ম্যাচ। তিন দলে থাকা মোট ৪২ খেলোয়াড় এসেছেন জাতীয় দলে, বয়সভিত্তিক দল, ইমার্জিং টিম, অনূর্ধ্ব-১৯ দল থেকে। পদ্মার অধিনায়কত্ব করবেন ফাহিমা খাতুন, মেঘনার অধিনায়ক লতা মন্ডল আর যমুনার অধিনায়ক সুবহানা মোস্তারি। বিসিএলের ম্যাচ তদারকি করবেন নারী দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে। সঙ্গে থাকবেন বিসিবির নির্বাচক মঞ্জুরুল ইসলাম।

বিসিএলের ম্যাচ উদ্বোধন করতে এই মুহূর্তে খুলনায় আছেন বিসিবি নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল তিনি ফোনে আজকের পত্রিকাকে বলেছেন, ‘প্রথমবারের মতো আমাদের লাল বলের ক্রিকেট শুরু হলো। এটা দিয়ে আমাদের টেস্টের প্রস্তুতি শুরু। দুই দিনের ম্যাচ দিয়ে শুরু হলো। এভাবে এক-দুই বছর খেলে ধীরে ধীরে আমরা চার দিনের ম্যাচে চলে যাব। এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে মেয়েদের অভ্যস্ত করাই আমাদের মূল লক্ষ্য।’

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ