হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে ফেরার আগেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারের বড় দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক    

এবারের আইপিএলটা ট্রাভিস হেডের জন্য ভুলে যাওয়ার মতোই। ছবি: ক্রিকইনফো

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে বন্ধ হওয়া আইপিএল পুনরায় শুরু হয়েছে। তবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের মাঠে গড়ালেও ট্রাভিস হেডের ফিরতে দেরি হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।

আইপিএলে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লক্ষ্মৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। তবে করোনায় আক্রান্ত হেড এই ম্যাচে খেলতে পারবেন না বলে সানরাইজার্স হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল ভেট্টরি বলেছেন, ‘হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে করোনায় আক্রান্ত। তাই আগে আসতে পারেনি।’

সানরাইজার্স হায়দরাবাদের টুর্নামেন্টে আজকের ম্যাচসহ বাকি ৩ ম্যাচ। ২৩ ও ২৫ মে লিগ পর্বের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। হেডকে দ্রুতই আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা করছেন ভেট্টরি। হায়দরাবাদ কোচ বলেন, ‘তার (হেড) কী অবস্থা, আসার পরই আমরা জানতে পারব। পুরোপুরি সেরে উঠলেই দলে যোগ দেওয়ার অনুমতি পাবে।পরের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছি।’

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে ৯ মে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিন ১০ মে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছিল হেডকে। বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সাধারণত সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকংয়ে দেওয়া হয় যাত্রাবিরতি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিঙ্গাপুর ও হংকংয়ে করোনার যে নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে, সেখান থেকেই অস্ট্রেলিয়ার ক্রিকেটার আক্রান্ত হতে পারেন। যদিও হেড কবে, কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ভেট্টরি।

সানরাইজার্স হায়দরাবাদের মতো হেডের কাছেও এবারের আইপিএল ভুলে যাওয়ার মতোই। লিগ পর্ব থেকে আগেভাগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছে দলটির। হেড ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ২৮.১০ গড় ও ১০৩.০৭ স্ট্রাইকরেটে করেছেন ২৮১ রান। দুটি ফিফটি করেন।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও