হোম > খেলা > ক্রিকেট

ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থিতু হওয়ার পর ইনিংস বড় করতে না পারা টেস্ট ক্রিকেটে একপ্রকার ‘ক্রাইমের’ পর্যায়েই পড়ে। ঢাকার টেস্টের প্রথম দিন এই অপরাধে অপরাধী আউট হওয়া বাংলাদেশের পাঁচ ব্যাটারই। দ্বিতীয় সেশনেও ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে দ্বিতীয় সেশনের ব্যাটিংয়ে নামবে তারা।

শুরুটা সাকিব আল হাসানকে দিয়ে। ২ উইকেটে ৮২ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের পর উমেশ যাদবের প্রথম বলেই হেলদোল এক শট খেলতে গিয়ে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেন সাকিব। ৩৯ বল খেলা সাকিব উইকেটে তখন থিতু, আউট হন ১৬ রানে। 

এরপর মুশফিকুর রহিম ও লিটন দাস একই পথে হেঁটেছেন। সাকিবের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে দলকে দারুণ এগিয়ে নিচ্ছিলেন মুশফিক। রবিচন্দ্রণ অশ্বিনের এক ওভারে টানা ৩টি চারও মেরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। দুজনের ৪৮ রানের জুটিতে ব্যাকফুটেই ছিল ভারত। মুশফিকের ৪৬ বলে ২৬ রানের ইনিংসটা যখন পুষ্পিত হওয়ার অপেক্ষায়, তখনই জয়দেব উনাদকাটের বল খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৫ চারের ইনিংসটি শেষ হয় তাতে। 

দ্বিতীয় সেশনে বাংলাদেশের শেষ হতাশার নাম লিটন দাস। উইকেটে এসেই চালিয়ে খেলছিলেন। মুমিনুলের সঙ্গে জুটিতে বেশ তরতরিয়েই রান বাড়ছিল। ৪৭ বল স্থায়ী জুটিতে রান যখন ৪২, অশ্বিনের স্টাম্পে থাকা বলে ফ্লিক করে শর্ট মিডউইকেটে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন লিটন। ১ ছক্কা ও ২ চারে ২৬ বলে ২৫ রানের ইনিংসের অপমৃত্যু ঘটে তাতে। 

মাঝে ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল। লম্বা সময় ধরে রানের দেখা পাচ্ছিলেন না। চট্টগ্রাম টেস্টে তাই একাদশে সুযোগও মেলেনি। সেই মুমিনুলের ব্যাটেই এখন আশা দেখছে বাংলাদেশ। ৬৫ রান নিয়ে চা-বিরতিতে গেছেন। তাঁর সঙ্গে শেষ সেশনের ব্যাটিং শুরু করবেন মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা