হোম > খেলা > ক্রিকেট

লঙ্কান আম্পায়ারের মাথায় পাকিস্তানি ক্রিকেটারের বলের আঘাত

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের থ্রোতে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লঙ্কান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। ছবি: ক্রিকইনফো

‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা যে পাকিস্তানেরই প্রাপ্য, সেটা ফের তারা মনে করিয়ে দিল এবারের এশিয়া কাপে। মাঠের পারফরম্যান্সের চেয়ে অন্যান্য ঘটনায় তাদের নিয়ে আলোচনা হচ্ছে বেশি। দুবাইয়ে গতকাল পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ মাঠে গড়ানো নিয়ে তুমুল শঙ্কা তৈরি হয়েছিল।

নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটা হয়েছে। মাঠেও পাকিস্তান ঘটিয়ে বসে বিপজ্জনক এক ঘটনা। আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে হয়েছে সেই ঘটনা। ওভারের পঞ্চম বলটি আরব আমিরাতের ধ্রুব পরাশরের উদ্দেশে করেন সাইম আইয়ুব। বোলিং সম্পন্ন হওয়ার পর পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ হারিস বলটা ছুড়ে মারেন সাইমের কাছে। কিন্তু হারিসের থ্রো লঙ্কান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের বাঁ কানের পেছনে আঘাত করে। বল লাগার পরপরই আঘাতপ্রাপ্ত স্থান চাপ দিয়ে ধরেন পাল্লিয়াগুরুগে।

হারিসের সেই থ্রোর পর চিন্তিত হয়ে পড়ে পুরো পাকিস্তান দল। পাল্লিয়াগুরুর অবস্থা পর্যবেক্ষণ করতে এগিয়ে আসেন পাকিস্তান দলের ফিজিও। শেষ পর্যন্ত মাঠের আম্পায়ার পাল্লিয়াগুরুগে মাঠ ছেড়ে চলে গেছেন। তাঁর (পাল্লিয়াগুরুগে) পরিবর্তে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের গাজী সোহেল। পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে মূলত চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন পাল্লিয়াগুরুগে।

দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফট ছিলেন ম্যাচ রেফারির দায়িত্বে। ৭ উইকেটে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে। এমনকি টসের সময়ও পাকিস্তান দলপতি সালমানের সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন করেননি। পিসিবির থেকে অভিযোগ করা হয়েছিল, সালমানকে টসের সময় সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে নিষেধ করেছিলেন পাইক্রফট। আইসিসির কাছে পিসিবি দাবি করেছিল, এ ঘটনার কারণে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে যেন বহিষ্কার করা হয়। এ কারণেই আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল।

পাকিস্তান গত রাতে দুবাইয়ে না খেললে ওয়াকওভার পেয়ে সুপার ওভারে উঠত আমিরাত। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চেয়েছেন। এক ঘণ্টা দেরিতে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে এই ম্যাচ। ম্যাচ রেফারি পাইক্রফটের উপস্থিতিতে টস করেছেন দুই অধিনায়ক সালমান আলী আঘা ও মুহাম্মদ ওয়াসিম। ৪১ রানে জিতে পাকিস্তান কাটল সুপার ফোরের টিকিট।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল