হোম > খেলা > ক্রিকেট

কবে ফিরবেন তাসকিন, চিন্তা বাড়াচ্ছে চোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাসকিনের গোড়ালির সমস্যা শুরু হয়েছিল গত অক্টোবরে, বিপিএলের আগেই। তখন থেকেই সে ব্যথা নিয়েই খেলে আসছিলেন। ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পায়ের গোড়ালির চিকিৎসার জন্য এখন লন্ডনে। তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলার পর পুরোনো চোটের সমস্যায় পড়েন তাসকিন। এরপর বিসিবির চিকিৎসকের পরামর্শে ২৭ এপ্রিল লন্ডনে উড়াল দেন তিনি। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলেই জানা গেছে। তবে পুনর্বাসন-প্রক্রিয়া কেমন হবে এবং কত দিন পর মাঠে ফেরা সম্ভব হবে, সেটা জানা যাবে তিন চিকিৎসকের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘তাসকিনের গোড়ালির সমস্যা শুরু হয়েছিল গত অক্টোবরে, বিপিএলের আগেই। তখন থেকেই সে ব্যথা নিয়েই খেলে আসছিল। কিন্তু এবার ব্যথা এমন পর্যায়ে গেছে যে বোলিং করতেই কষ্ট হচ্ছিল। এ কারণেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া। মূলত অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য এখানে এসেছি। আমরা ৫ মে দেশে ফিরব। তিন চিকিৎসকের কাছ থেকে চূড়ান্ত মতামত পেলেই বোঝা যাবে, তাসকিন কবে মাঠে ফিরতে পারবেন।’

তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, সামনে তাসকিন ঠিক কোন সিরিজগুলো মিস করতে যাচ্ছেন। এই সময়ে বাংলাদেশ দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। চলতি মাসেই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও গোড়ালির সমস্যার কারণে মাঠের বাইরে ছিলেন তাসকিন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ