টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠায় ভারতীয় সমর্থকদের খুশি হওয়ারই কথা। তবে তাঁদের এই আনন্দ ছিল সীমিত সময়ের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে গড়বড় করে ফেলেছিল।
আইসিসির ওয়েবসাইটে গতকাল দেখা যাচ্ছিল, ১১৫ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১১, তিনে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৬। ১০০ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড আর পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮৫, যেখানে প্রোটিয়ারা চার থেকে নেমে গিয়েছিল পাঁচে। আর আট থেকে ছয়ে ওঠা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট দেখাচ্ছিল ৭৯।
র্যাংকিংয়ের এই ভুল স্ক্রিনশট নেটিজেনরা মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল করে দেন। মূলত ওয়েবসাইটে গ্লিচ থাকায় এমন ভুল দেখাচ্ছিল। দুই ঘণ্টা পর সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। ১২৬ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ১১৫, ১০৭ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড আর চারে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০২।
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দিল্লিতে। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।