হোম > খেলা > ক্রিকেট

সুপরিকল্পিত বোলিং-ব্যাটিংয়ে বাংলাদেশের সফল দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রথম ইনিংস নিয়ে বাংলাদেশ যে পরিকল্পনা এঁকেছিল সেটা ঠিকঠাক কাজে লেগেছে। শ্রীলঙ্কাকে চার শর বেশি করতে দেননি মুমিনুল হকেরা। এরপর ব্যাটিংয়ে এসে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তাঁদের ব্যাটে চড়ে স্বস্তির দিন শেষ করেছে স্বাগতিকেরা। 

আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৫ ঘণ্টার মতো ব্যাটিং করে ৩৯৭ রানে থামে লঙ্কানরা। শেষ ঘণ্টায় ১৯ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলেছে স্বাগতিকেরা। ৩৫ রানে অপরাজিত তামিমের সঙ্গী জয়ের সংগ্রহ ৩১। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে ৩২১ রানে এগিয়ে দিমুথ করুনারত্নের দল। 

সকালের সেশনে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন লঙ্কানদের আগের দিনের অপরাজিত দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমাল। তবে এই জুটি ভাঙতে দেড় ঘণ্টা সময় লেগে যায় বাংলাদেশের। জোড়া শিকার করেন নাঈম হাসান। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও সাকিব আল হাসানের জোড়া আঘাত। কিন্তু এতেও থামেনি লঙ্কানরা। দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে নিয়েছে ইনিংসের গতি। 

শেষ সেশনের প্রথম ঘণ্টায় নাঈম আবারও জোড়া আঘাত হানেন। এবার লঙ্কানদের সবচেয়ে বড় উইকেট ম্যাথুসকে ১৯৯ রানে ফেরান তিনি। তারপরই শেষ হয় লঙ্কানদের ৩৯৭ রানের ইনিংস।

বাকি এক ঘণ্টা প্রথম ইনিংসের ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতে উদ্বোধনী ব্যাটার তামিম-জয়ের সাবলীল ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন সাগরিকায় আগত দর্শক সমর্থকেরা। পুরো এক সেশনে লঙ্কান বোলারদের খুব একটা সুযোগ তৈরি করতে দেননি তাঁরা।

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন