হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত 

প্রথম দল হিসেবে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে আজ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ভারতের মেয়েরা। 

১০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকে ভারত। উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ করেন শেফালি ভার্মা ও শ্বেতা শেহরাওয়াত। চতুর্থ ওভারের তৃতীয় বলে শেফালিকে ফিরিয়ে জুটি ভাঙেন আন্না ব্রাউনিং। ৯ বলে ১০ রান করেন ভারতীয় অধিনায়ক। এরপর উইকেটে আসেন সৌম্য তিওয়ারি। দ্বিতীয় উইকেট জুটিতেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ভারতের। তিওয়ারি-শ্বেতা দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন। 

দ্বিতীয় উইকেটের এই জুটিও ভাঙেন ব্রাউনিং। ২৬ বলে ২২ রান করা তিওয়ারি বোল্ড হয়ে যান ব্রাউনিংয়ের বলে। ৯৫ রানে ২ উইকেট হারানো ভারত খুব দ্রুতই জয় নিশ্চিত করে ফেলে। ১৫ তম ওভারের দ্বিতীয় বলে ব্রাউনিংকে চার মেরে ভারতকে ফাইনালে তোলেন শ্বেতা। ৪৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন ভারতীয় এই ওপেনার। 

ম্যাচসেরা হয়েছেন পরশভি চোপড়া। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন চোপড়া। এক ওভার মেইডেনও দিয়েছেন ভারতীয় এই লেগস্পিনার। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক শেফালি। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রান করে নিউজিল্যান্ডের মেয়েরা। ৩২ বলে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন জর্জিও প্লিমার। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন চোপড়া।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত